খেলার খবর

রেকর্ড নয়, দলের হয়ে অবদান রাখতে চান সাকিব

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের অর্জনের খাতাটা একবারেই খালি। তবে ব্যক্তিগত পারফর্ম বিচারে সাকিব আল হাসান, নামটিকে মনে করতে বাধ্য সবাই। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন তিনি। সেখানে ৩৬ ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। এতেই আছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকার শীর্ষে। যেই তালিকায় বর্তমানের কোনো বোলার ধারে কাছেও নেই সাকিবের। 

খেলা চালিয়ে যাচ্ছেন এবং সামনের বিশ্বকাপেও খেলবেন সাকিবের পর এমন কেউ নিউজিল্যান্ডের টিম সাউদি, যার উইকেট সংখ্যা ২৯। এতে উইকেটের ফিফটির পথে সাকিব আছেন একাই। এবং তিন উইকেট নিলেই বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে সাকিবের ভাবনায় নেই কোনো রেকর্ড গড়ার তাড়াহুড়ো। রেকর্ডে মন না দিয়ে সাকিব স্রেফ চান বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখতে। 

‘দ্য গ্রিন রেড স্টোরি’ শিরোনামে বিসিবির প্রকাশ করা বিশেষ সাক্ষাৎকারে এমনটাই বলেন সাকিব। ‘নামের পাশে আমি কিছুই করতে চাই না, আমি চাইব যেন দলের হয়ে অবদান রাখতে পারি। বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

যুক্তরাষ্ট্র সাকিবের সেকেন্ড হোম। দেশের বাইরে বেশি সময় পরিবারের সঙ্গে এখানেই কাটান তিনি। এতে ‘হোম অ্যাডভান্টেজটা’ যুক্তরাষ্ট্রেও বাংলাদেশ দল পাবে কি-না সেই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র আমার ‘সেকেন্ড হোম’ ঠিক আছে, কিন্তু দল ‘হোম অ্যাডভান্টেজ’টা পাবে কি না, তা বলা মুশকিল। তবে আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আমরা আগে খেলেছি, ফ্লোরিডায় যখন খেলেছি, দল ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে সব সময়ই আমরা ফেভার পাই, কারণ ওখানকার পিচগুলো আমাদেরই মতো অনেকটা। আমার মনে হয় দুই জায়গাতেই আমরা অ্যাডভান্টেজ পাব।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সমর্থক নেহায়েতই কম না। এতেই সামনে বিশ্বকাপে ম্যাচ চলাকালে দেশের দর্শকদের পূর্ণ সমর্থনটাও আশা করছেন সাকিব। ‘প্রচুর বাংলাদেশী দর্শক ওখানে অপেক্ষায় আছেন, আশা করি ওখানে আমাদের তারা পূর্ণ সমর্থন দেবে। ওখানে আমি আশা করব এই সমর্থনটা আমাদের কাজে দেবে, আর আমরা ভালো ফলাফল করতে সক্ষম হব।’ 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *