খেলার খবর

পুরান ঝড়ে এবার হারল ৯ জনের অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: ৯ জনের দলের সঙ্গে কোচ-নির্বাচকদের মিলিয়ে এর আগের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে অনায়াসেই জিতেছিল অস্ট্রেলিয়া। তবে সেই ৯ জনের দল এবার আর পাত্তা পেল না বিশ্বকাপের সহ-আয়োজক দল ওয়েস্ট ইন্ডিজের কাছে। পুরান-পাওয়েল-রাদারফোর্ডদের ব্যাটিং তাণ্ডবে ২৫৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় স্বাগতিকরা। পরে ব্যাট করতে নেমে ২২২ রানেই থামে অজিরা। এতেই ৩৫ রানের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ক্যারিবীয়রা। 

ব্যাটে-বলে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অন্যতম শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজটা ৩-০ ব্যবধানে জেতে তারা। এবার প্রস্তুতি ম্যাচেও  তাদের কাছে ধরাশায়ী অজিরা। যদিও অজিদের দল ছিল কেবল ৯ জনের। তবে হ্যাজলউড, জ্যাম্পা, এলিসদের বেশ খরুচে বানিয়েছে ক্যারিবীয় ব্যাটাররা। 

এদিনও ফিল্ডিংয়ে নেমেছিলেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি, ব্যাটিং কোচ ব্র্যাড হজ, ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভিচরা। দলের দশম খেলোয়াড় হিসেবে পোর্ট অব স্পেনে পৌঁছেছিলেন মার্কাস স্টয়নিস। তবে মায়ামিতে তার ক্রিকেট সরঞ্জামগুলো দেরী করায় ম্যাচে নামতে পারেননি এই অলরাউন্ডার। 

কুইন্স পার্ক ওভালে গতকালের ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই চলের ব্যাটিং ঝড়। শাই হোপ দ্রুতই ফিরলেও জনসন চার্লস করেন ৩১ বলে ৪০ রান। তবে পিচে নেমেই রীতিমত তাণ্ডব চালাতে থাকেন নিকোলাস পুরান। এই বাঁহাতি ব্যাটার যখন আউট হন ততক্ষণে স্রেফ ৯ ওভার ২ বলেই ১২৮ রান উঠে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে। ৫ চার ও ৮ ছক্কায় স্রেফ ২৫ বলে ৭৫ রান করেন পুরান, স্ট্রাইক রেটটা পুরো ৩০০। পরে অধিনায়ক রভম্যান পাওয়েলের ২৫ বলে ৫২ এবং রাদারফোর্ডের ১৮ বলে ৪৭ রানের ঝড়ে বিশাল সংগ্রহে পৌঁছে যায় ক্যারিবীয়রা। 

লক্ষ্য তাড়ায় অজিদের শুরুটা ঝোড়ো হলেও ৬০ রানেই ৩ উইকেট হারায় তারা। পরে জশ ইংলিসের ৫৫ এবং এলিসের ৩৯ রানের চড়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় অজিরা।

বিশ্বকাপের মূলপর্বে অজিদের প্রথম ম্যাচ এই ওয়েস্ট ইন্ডিজেই। আগামী ৬ জুন তারা লড়বে ওমানের বিপক্ষে। এদিকে রোববার পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজের প্রথম ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ।  

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *