আন্তর্জাতিক

যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো দরকার : ব্লিঙ্কেন

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতিকে শুক্রবার (১০ নভেম্বর) স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে ব্লিঙ্কেন বলেছেন, ‘যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো দরকার।’

এনডিটিভি জানিয়েছে ব্লিঙ্কেন নয়াদিল্লিতে এক বক্তৃতায় বলেন, ‘অনেক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আমরা তাদের ক্ষতি রোধ করতে এবং তাদের সর্বোচ্চ সহায়তায় সম্ভাব্য সবকিছু করতে চাই।’

ইসলামপন্থী গোষ্ঠী হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলের গত ৭ অক্টোবর হামলা চালিয়ে ১,৪০০ জনকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে।

এদিকে হামাস পরিচালিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১০,৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছে।

মার্কিন প্রেসেডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

ব্লিঙ্কেন বলেন, ‘আমি মনে করি কিছু অগ্রগতি হয়েছে। তবে আমি এটাও খুব স্পষ্ট করে বলতে চাই যে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে আরও অনেক কিছু করা দরকার।’

ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের সম্মত চার ঘন্টা যুদ্ধবিরতি বেসামরিকদের যুদ্ধ থেকে দূরে সরে যাওয়ার সুযোগ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপগুলো জীবন রক্ষা করবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *