খেলার খবর

কোপার আগে উরুগুয়ে অধ্যায়ের ইতি টানলেন কাভানি

ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইনস্টাগ্রামে উরুগুয়ের জার্সি গায়ে নিজের একটি ছবি পোস্ট করে কাভানি লিখেছেন, ‘আজকে আমি (আন্তর্জাতিক ফুটবল থেকে) সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সবসময় সেভাবেই তোমাদের (উরুগুয়ে) সঙ্গে থাকব, যেভাবে (বছরের পর বছর) উরুগুয়ের জার্সি গায়ে মাঠে নেমেছি।’

উরুগুয়ের জার্সিতে কাভানির অভিষেক হয় ২০০৮ সালে, কলম্বিয়ার বিপক্ষে। দেশের হয়ে তার সেরা অর্জন নিঃসন্দেহে ২০১১ সালে কোপা আমেরিকা জয়। উরুগুয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ খেলেছেন কাভানি, করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ গোল।

ক্লাব পর্যায়ে এখন আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সের হয়ে খেলছেন কাভানি। বর্ণাঢ্য ক্যারিয়ারে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপীয় ফুটবল মাতিয়েছেন, খেলেছেন ইতালি এবং স্পেনের ক্লাবেও।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *