খেলার খবর

লড়াই করেই বিশ্বকাপ শেষ আফগানদের

ডেস্ক রিপোর্ট: প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপ আসর শেষ হলো আফগানিস্তানের। ১৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের বিনিময়ে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। তবে পুরো টুর্নামেন্ট জুড়েই দূর্দান্ত খেলেছেন রশিদ খানরা।

আহমেদাবাদে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫০ ওভারে করে ২৪৪ রান। জবাব দিতে নেমে ১৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেমিফাইনালে পা রাখা দক্ষিণ আফ্রিকা।

২৪৫ রানের  লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। বেশ সাবলীল ভাবেই রানের চাকা সচল রেখে এগোচ্ছিলেন ডি-কক এবং অধিনায়ক বাভুমা। পাওয়ার-প্লে শেষেই পরপর সাজঘরে ফিরেন বাভুমা ও ডি-কক। এরপর দলের হাল ধরেন ফন ডার ডুসেন। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে তিনি করেছেন ব্যক্তিগত ৭৬ রান।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ২৪৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ব্যক্তিগত সর্বোচ্চ ৯৭ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই।

শুরুটা ভালো হলেও বেশিদূর গড়ায়নি আফগানদের ওপেনিং জুটির রান। নবম ওভারে দলীয় ৪১ রানে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। ঠিক তার পরের ওভারেই আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও মাঠ ছাড়েন। অধিনায়ক হাশমতউল্লাহও হাল ধরতে পারেননি, পাওয়ার প্লেতে ৪৫ রানেই ৩ উইকেট হারিয়ে একের পর এক টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়ে ফিরে যান।

 
 রহমত শাহ এবং ওমরজাই তারপর দলের হাল ধরেন। ভালোই যাচ্ছিলো এই জুটি, কিন্তু ব্যক্তিগত ২৬ রানে এনগিডির বলে ক্যাচ তুলে দেন রহমত শাহ। উইকেটের একপাশ ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকলেও আরেকপাশে শক্তভাবে ব্যাট হাতে এগিয়ে যেতে থাকেন ওমরজাই। শেষ পর্যন্ত একাই উইকেটে টিকে রইলেও সেঞ্চুরির খুব কাছে যেয়েও ব্যর্থ হন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন জেরাল্ড কুটসিয়া।

ওমরজাইয়ের ভালো পারফরম্যান্সের বদৌলতে প্রোটিয়াদের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও এবারের আসরে নিজেদের ঝুলিতে আরও একটি জয় যোগ করতেই চাইবে আফগানরা।

সেমিতে জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯ ম্যাচে ১৪। বিদায় নেওয়া আফগানরা সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *