বিনোদন

‘তুফান’-এর ভয়, নাকি অন্য কারণে সরে গেল সিয়াম-বুবলীর ‘জংলি’

ডেস্ক রিপোর্টঃ ঈদুল আজহায় মুক্তির কথা ছিল এ সময়ের জনপ্রিয় দুই চিত্রতারকা সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটি। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিনেমাটির প্রযোজক-পরিচালক।

খবরটি জানাজানির পর অনেকেই ধারণা করছেন, সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার দাপটে ভয় পেয়ে সরে গেল কিনা ‘জংলি’! এমন প্রশ্নে ছবিটির নির্মাতা এম রাহিমের অকপট জবাব, ‘তুফান আর জংলি এক জনরার সিনেমা নয়। তুফান আসবে এটি জেনে-বুঝেই আমরা একই ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলাম। তাছাড়া ‘তুফান বনাম জংলি’ কখনোই আমরা সমর্থন করি না। আমি বরং দলবল নিয়ে তুফান দেখতে যাব। ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত। তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমাদের বাজার বড় হবে।’

‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়াম আহমেদ

তবে কেন ঈদে ছবিটি মুক্তি দিচ্ছেন না জানতে চাইলে নির্মাতা জানান, ‘টানা শুটিং করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। এই মানের সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একেবারেই আনএথিক্যাল হবে।’

‘জংলি’র নির্মাতা এম রাহিম

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এছাড়া ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *