শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি
ডেস্ক রিপোর্ট: দুঃস্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু দেশে পা রাখতে না রাখতেই ক্রিকেটারদের মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরপরই যে তাদের নিষেধাজ্ঞার দুঃসংবাদ শুনিয়েছে আইসিসি।
শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে যে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) সদস্য হিসেবে নিয়মভঙ্গ করেছে। সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করেছে সরকার। আর রাজনৈতিক হস্তক্ষেপের এই বিষয়টিই কাল হয়েছে শ্রীলঙ্কার জন্য।
সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে কাজ করতে না পারাতেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় আইসিসি।
আইসিসি বিবৃতিতে আরও যোগ করেছে, পরবর্তী বোর্ড মিটিংয়ের পর নিষেধাজ্ঞার পরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ২১ নভেম্বর সে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে তাদের এই বিশ্বকাপ আয়োজনও শঙ্কার মুখে পড়েছে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।