বিনোদন

কৃষক হত্যায় চার নারীসহ ১০ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্টঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে এক কৃষককে হত্যায় চার নারীসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মহব্বতপুর গ্রামের ছাবদুল, তার স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল ওরফে হেলু, আলম হোসেন, ইদ্রিস আলী ওরফে বিসু, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল ওরফে হেলুর স্ত্রী নিলুফা বেগম, আমেজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী ফুলবানু।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুরে জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের শামসুল ইসলাম বাড়ির পাশে মাঠে আলু রোপণ করছিলেন। হঠাৎ আসামিরা এসে পূর্ব শত্রুতার জেরে লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর ও কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামসুল ইসলামের।

এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ২০১২ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে আদালত ১২ জনের মধ্যে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে খালাস দেন।

এসআর/এএসএম

সংবাদটি প্রথম প্রকাশিত হয় জাগো নিউজ ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *