খেলার খবর

চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা দলে নেই সর্বোচ্চ গোলদাতা

ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা মৌসুমের পর্দা নেমেছে। ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বগলদাবা করেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালের পর মৌসুমসেরা দল ঘোষণা করেছে উয়েফা। সে দলে বড় এক চমকই উপহার দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গোলকিপার গ্রেগর কোবেলের সঙ্গে আসরজুড়ে ডর্টমুন্ড রক্ষণের আলোচিত মুখ ম্যাটস হুমেলসের জায়গা হয়েছে মৌসুমসেরা দলে। এছাড়া মাটসেন এবং সাবিটজারও তাদের ধারাবাহিকতার পুরস্কারস্বরূপ মৌসুমসেরা দলে জায়গা পেয়েছেন।

অন্যদিকে মৌসুমসেরা দলে জায়গা পাওয়া রিয়ালের চার খেলোয়াড় হচ্ছেন কারভাহাল, রুডিগার, বেলিংহ্যাম এবং অনেকের মতে আগামী ব্যালন ডি’অরের জোর দাবিদার ভিনিসিয়ুস জুনিয়র।

তবে মৌসুমসেরা দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কিলিয়ান এমবাপের অনুপস্থিতি। বায়ার্ন তারকা কেইনের সমান ৮ গোল করেছিলেন এমবাপেও, কিন্তু কেইন দলে জায়গা পেলেও হতাশ হতে হয়েছে এমবাপেকে। 

চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমসেরা দল

গোলকিপার: গ্রেগর কোবেল (বরুসিয়া ডর্টমুন্ড)

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), ম্যাটস হুমেলস (বরুসিয়া ডর্টমুন্ড), ইয়ান মাটসেন (বরুসিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: মার্সেল সাবিটজার (বরুসিয়া ডর্টমুন্ড), ভিতিনিয়া (পিএসজি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ)

ফরোয়ার্ড: ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *