খেলার খবর

প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাটিং করবে শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট: এবারের বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বনাম ক্রিকেট বিশ্বের অন্যতম জায়ান্ট দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াতে যাওয়া এই ম্যাচে টস জিতে প্রোটিয়াদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে লঙ্কানরা।

টস জিতে ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা বলেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আমরা ভালো স্কোর গড়তে চাই।’ দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিয়ে অল্প রানে বেঁধে ফেলার বুদ্ধি আঁটছেন এই স্পিনিং অলরাউন্ডার, ‘আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী, এটাই আমাদের পরিকল্পনা।’

টসে হেরে বোলিং করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। তবে দলটির অধিনায়ক মার্করাম জানালেন টসভাগ্য পক্ষে এলেও এই সিদ্ধান্তই নিতেন তারা, ‘আমরা আসলে আগে বোলিংই করতাম। জানি না উইকেট কেমন হবে, আমরা চার পেসার এবং একজন স্পিনার নিয়ে খেলছি।’

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিক নরকিয়া, ওটনিল বার্টম্যান

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *