খেলার খবর

রিয়াদ ভাই এমনভাবে মিশেন মনেই হয় না উনি এত সিনিয়র: শরিফুল

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্দেশ্যে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য, ভাবনা এবং সার্বিক অবস্থা নিয়ে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের পর্বে কথা বলেছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

বিশ্বকাপে খেলতে পারার অনুভুতিটা অন্য সবকিছুর থেকে আলাদা। এমনটা বলে শরিফুল জানান, ‘একজন প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ডকাপ খেলা, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক যে খেলাই হোক। এখানে আমি বিশ্বকাপে অংশ নিতে পারাটা অন্যরকম পাওয়া’

বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক কতটা ভাল এ বিষয়টি ব্যাখা করেন শরিফুল, ‘সত্যি কথা বলতে আমরা দলে খুব কমই সিনিয়র জুনিয়র দেখি। সবাই মনে করি যে একটা ফ্যামিলি। ফ্রেন্ডের মত আচরণ। যেমন রিয়াদ ভাই কিন্তু সবার সাথে সবচেয়ে ভাল মিশে। উনি কিছু আমাদের চেয়ে সবচেয়ে বড়। এমনভাবে উনি মিশেন যে মনেই হয়না উনি আমাদের সাথে এত বয়সের পার্থক্য। উনি পুরা টিমটাকে চাঙ্গা করে রাখেন। মনে হয় এ খুব ছোট থেকেই আমরা একসাথে খেলতেসি এমন মনে হয়।’

সতীর্থ আরেক পেসার তাসকিনকে আদর্শ মানেন শরিফুল, ‘বিপিএলে তাসকিন ভাইয়ের সাথে খেলসি। ডিপিএলেও খেলসি ন্যাশনাল টিমেও খেলসি। মুস্তাফিজ ভাইয়ের সাথেও খেলা হয়। যখন ছোট ছিলাম ভাবতাম কবে উনাদের সাথে খেলব। তাদের সাথে এখন খেলতেসি এটা বড় স্বপ্নগুলোর ভেতরে একটা।’

দলের সিনিয়র এবং পরিবারের কাছ থেকেও যথেষ্ট সমর্থন পান শরিফুল, ‘খেলার সময় বড় ভাইয়েরা অবশ্যই সাপোর্ট করে। এছাড়াও ফ্যামিলি আমাকে খুব বেশি সাপোর্ট করে, বিশেষ করে আমার ওয়াইফ। খেলায় যাওয়ার আগে সবসময় পজিটিভ কথা হয়।’

অধিনায়ক শান্তকে প্রশংসায় ভাসালেন এ টাইগার পেসার, ‘খুব ভাল, ফ্রিডম দেয়। খুব ফ্রেন্ডলি আচরণ, সবাই শান্ত ভাইকে খুব পছন্দ করে। আমরা বোলাররা যখন কোনোকিছু করতে চাই উনাকে বলি, তখন উনি খুব গুরুত্বের সাথেই সেটা দেখেন। সব ক্যাপ্টেনই দেখে, বাট শান্ত ভাইয়ের সাথে অনেকদিন ধরে খেলতেসি তার বিহেভিয়ার সহ সবকিছুই ভাল।’

সবশেষে দলের সবার এই বিশ্বকাপের লক্ষ্য নিয়ে জানালেন শরিফুল, ‘প্রতিটা বিশ্বকাপে সবার লক্ষ্য থাকে যে লাস্ট বিশ্বকাপের চেয়ে ভাল করা। সেক্ষেত্রে আমার এবং দলেরও ইচ্ছা আছে আমরা ম্যাচ বাই ম্যাচ উইনিংয়ের চেষ্টা করব।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *