কালাই

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে  মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কালাই বাসস্ট্যান্ড এলাকায়  ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি। ‘কালাই উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে এ সময়  বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি  সমবেত হয়। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা মডেল মসজিদের খতিব মামুনুর রশীদ, কালাই আহলে হাদিস মসজিদের খতিব সেলিম রেজা, শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহাজাহান আলী,  কালাই মহিলা মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আমানুল্লাহ, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার সাবেক মেয়র বেলাল তালুকদার, মাওলানা মোস্তফা আলী, খলিলুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক নির্যাতন ও হামলা চালানো হচ্ছে। অনতিবিলম্বে এ হামলা, অত্যাচার বন্ধ করতে হবে। আমরা এ অমানবিক জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা এ নিষ্ঠুর  হামলার বিরুদ্ধে মুসলিম সমাজকে জেগে উঠার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার অনুরোধ করছি।’ 

পরে  একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মো. আতাউর রহমান।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *