ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে ইরানের প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার (১১ নভেম্বর) সৌদি আরবে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
আরব নেতাদের এই বৈঠকে ফিলিস্তিন ও গাজা সংকট, গাজার সংঘাত বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সংকটের একটি নথি মূল্যায়ন করতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে যা শীর্ষ সম্মেলনে প্রকাশ করা হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান ছাড়ার আগে প্রেসিডেন্ট গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরস্পরবিরোধী সংকেত পাঠানোর অভিযোগ করেন।
রাইসি বলেন, ‘আমেরিকানরা বলে যে তারা যুদ্ধের সম্প্রসারণ চায় না। কিন্তু তাদের কথা এবং কাজ মেলে না। আমেরিকানরাই ইহুদিবাদীদের যুদ্ধ যন্ত্রের জ্বালানি জোগায়।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
উল্লেখ্য, রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান অবিলম্বে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিকস দেশগুলোকে চিঠি লিখে তাদের হস্তক্ষেপে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
চলতি বছরের মার্চ মাসে তেহরান ও রিয়াদ-চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্পর্ক সংশোধনের পর এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট উপসাগরীয় দেশ সফর করেন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।