খেলার খবর

মদ্রিচের শুভেচ্ছা নিয়ে শেষ ম্যাচে মাঠে নামছেন সুনীল ছেত্রী

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের নিজের শেষ ম্যাচটা আজ খেলতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন এই কিংবদন্তি ফুটবলার। ঠিক তার আগে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেলেন সুনীল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সুনীলকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন মদ্রিচ। তিনি বলেছেন, ‘সুনীল, জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা। তুমি ফুটবলের একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের কিছু বলতে চাই। আশা করছি তোমরা সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারবে। তার জন্য জিততে হবে। অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে এসো। ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা।’

ভারতের কোচ স্তিমাচ নিজেও ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন। নিজ দেশের জাতীয় ফুটবল দলের কোচও তিনি ছিলেন। সে সুবাদে মদ্রিচসহ পুরো ক্রোয়েশিয়া বর্তমান দলের সঙ্গেই তার আছে সুসম্পর্ক। সেই সুবাদে নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ লুকা। আমাদের দেশ ও অধিনায়ককে গর্বিত করার জন্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করব আমরা।’

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েতের বিপক্ষে খেলবে ভারত। সে ম্যাচ দিয়েই নিজের ক্যারিয়ারের ইতি টানছেন আন্তর্জাতিক ফুটবলে ৯৪ গোলের মালিক ছেত্রী।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *