আন্তর্জাতিক

হাইফা বন্দরগামী দুটি জাহাজে হুতিদের হামলা

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুতিরা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সকে সঙ্গে নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরগামী দুটি জাহাজে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এক টেলিভিশন বক্তৃতায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হুতি’র সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

সারি টেলিভিশন বক্তৃতায় বৃহস্পতিবার (৫ জুন) বলেছেন, ‘হুতিরা তাদের প্রথম অভিযানে ইসরায়েলের হাইফা বন্দরগামী সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করে।

এরপর তারা দ্বিতীয় অভিযানে এমন একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে, যেটিকে বন্দরের দিকে আসতে নিষেধ করা হয়েছিল, কিন্তু ওই জাহাজ তারপরও বন্দরের দিকেই আসছিলো।

সারি বলেন, ‘দুটি অভিযানেই বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং নিশানা সঠিক ছিল।’

এদিকে, সারি’র দাবিকে অস্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, এই হামলার ঘটনা সত্য নয়।

হুতিরা বলেছে, দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় সর্বশেষ এই হামলাটি চালিয়েছে তারা ।

উল্লেখ্য, ইসলামিক রেজিস্ট্যান্সের নামে কাজ করা হুতি এবং ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো পৃথকভাবে এই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে।

হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে তাদের অভিযান আরও তীব্র হবে।

হুতি, যারা ইয়েমেনের রাজধানী সানাকে নিয়ন্ত্রণ করে এবং নিজেদেরকে দেশটির সশস্ত্র বাহিনী হিসাবে উপস্থাপন করে, তারা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক শিপিং আক্রমণ করে আসছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *