সারাদেশ

২৪ জুলাই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। বৃহস্পতিবার (৬ জুন) রিপাবলিকান দল এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে ইসরাইল ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হওয়ায় মার্কিন মিত্র এবং হামাসের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সফরের খবর জানা যায়।

রাষ্ট্রপতি জো বাইডেন গত সপ্তাহে তিন-পর্যায়ের পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা গাজা সংঘাতের অবসান ঘটাবে, সমস্ত জিম্মি মুক্ত করবে এবং ক্ষমতায় হামাস ছাড়াই বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের পুনর্গঠনের দিকে পরিচালিত করবে।

তবে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ৭ অক্টোবরের হামলার ফলে ইসরায়েলের “লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত” হামাসের ধ্বংস সহ যুদ্ধ অব্যাহত থাকবে।

মার্কিন হাউস এবং সিনেটে উভয় পক্ষের চারটি দলের শীর্ষ নেতা গত সপ্তাহে নেতানিয়াহুকে কংগ্রেসের যৌথ বৈঠকের আগে ইসরায়েলের সাথে একাত্মতা প্রকাশ করে একটি চিঠি দেয়।

” হাউস স্পিকার মাইক জনসন এবং শীর্ষস্থানীয় সিনেট রিপাবলিকান মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহুর এ সফর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্থায়ী সম্পর্কের প্রতীক। নেতানিয়াহু তাদের গণতন্ত্র রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং এই অঞ্চলে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলি সরকারের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন।

ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার মার্চ মাসে ইসরায়েলকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানোর পর এই সফরটি গাজায় যুদ্ধ পরিচালনার দেশটির একজন সিনিয়র আমেরিকান কর্মকর্তার কঠোর সমালোচনার একটি বিরল উদাহরণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে, শুমার বলেছেন যে তিনি নেতানিয়াহুকে স্পষ্ট এবং গভীর মতবিরোধ সত্ত্বেও কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন… কারণ ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক লোহাযুক্ত এবং একজন ব্যক্তি বা প্রধানমন্ত্রীক ছাপিয়ে যায়।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হচ্ছে স্পেন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাকে সমর্থন দিয়েছে ইউরোপের দেশ স্পেন। বৃহস্পতিবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তাতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এক সংবাদ সম্মেলনে ম্যানুয়েল আলবারেস বলেন, আমাদের একমাত্র লক্ষ্য এই যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে অগ্রসর হওয়া।

এদিকে মিসর ঘোষণা করেছে, তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে।

এছাড়া আরো তিনটি দেশ ইতিমধ্যে এ মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। দেশ তিনটি হলো- হলো- কলম্বিয়া, লিবিয়া ও নিকারাগুয়া।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতোমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু।

;

ইন্ডিয়া জোট ছাড়লো কেজরিওয়ালের দল এএপি

ছবি: সংগৃহীত

দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি)। বৃহস্পতিবার (৬ জুন) এক বৈঠকের পর এ ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৬ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, আম আদমি পার্টির দিল্লি রাজ্য আহ্বায়ক গোপাল রাই বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান।

গোপাল আরও বলেন, ‘লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপিবিরোধী ইন্ডিয়া জোট গড়ে তোলা হয়েছিল। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই।

তিনি বলেন, আমরা সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে লড়েছি। আমাদের শীর্ষ নেতারা জেলে। সব আসনেই জয়ের ব্যবধান কমেছে।

এ সময় তিনি আরও বলেন, আপের প্রধান নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই মুহূর্তে জেলবন্দি। এই কঠিন কঠিন পরিস্থিতিতেও তাদের দল ঐক্যবদ্ধ রয়েছে এবং ‘একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে বেশ ভালোভাবে লড়াই করেছে।
গোপাল বলেন, আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৮ জুন আমরা কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠক করব। ১৩ তারিখ বৈঠক হবে দিল্লিতে দলের কর্মীদের সঙ্গে। আমাদের লড়াই জারি থাকবে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভালো ফল করতে পারেনি আপ। শুধু দিল্লিতেই নয়, সারাদেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরিওয়ালের দল। তিনটিই পাঞ্জাব থেকে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে তাদের একা লড়ার সিদ্ধান্ত কতটা যথার্থ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

;

শেখ হাসিনাসহ মোদির শপথ অনুষ্ঠানে আরও যারা যোগ দিচ্ছেন

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী রোববার (৯ জুন) সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেক বিশ্বনেতাও।

এই অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দু’জনের সঙ্গেই বুধবার (৫ জুন) টেলিফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রতিবেদন- এনডি টিভি। 

এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

এর আগে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করায় বুধবার এক চিঠিতে মোদিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান তিনি।

অন্যদিকে ভুটান, নেপাল ও মালদ্বীপের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা এমন প্রশ্ন অনেকেরই। এর আগে ২০১৪ সালে নরেন্দ্র মোদি তার প্রথম শপথ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এছাড়া আরও প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে।

;

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। সেই সঙ্গে এ মাসের ৯ তারিখ (১৫ জুন) পবিত্র হজ এবং ১০ তারিখ (১৬ জুন) দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *