খেলার খবর

আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার ইতিহাস

ডেস্ক রিপোর্ট: এবারের বিশ্বকাপ একের পর এক ইতিহাসের সাক্ষী হয়েই যাচ্ছে। এবার ইতিহাসটা গড়ল কানাডা। আয়ারল্যান্ডকে হারিয়ে দলটা তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে জয়।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আজ এ গ্রুপের ম্যাচে শুরুতে ব্যাট করে কানাডা ৭ উইকেট খুইয়ে তুলেছিল ১৩৭ রান। তবে নন-টেস্ট প্লেয়িং দেশটা বোলিং-ফিল্ডিংয়ে তাদের কাজটা সেরেছে ভালোভাবে। ১২৫ রানে আটকে দিয়েছে আইরিশদের।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫৯ রানেই ৬ উইকেট খুইয়ে ফেলেছিল। শেষ পাঁচ ওভারে দলটার দরকার ছিল ৬৪ রান। জর্জ ডকরেল আর মার্ক অ্যাডেয়ার মিলে সেটাকে ৬ বলে ১৭ রানে নামিয়ে আনেন।
তবে শেষ ওভারে নিজের মুন্সিয়ানা দেখান জেরেমি গর্ডন। নিজের স্নায়ু চাপটা সামলে শেষ ওভারে দেন মোটে ৪ রান। আউট করেন মার্ক অ্যাডেয়ারকে। চার ওভারে গর্ডন ২ উইকেট নেন ১৬ রান খরচায়।
কানাডাও অবশ্য শুরুতে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে ছিল। ৫৩ রানে খুইয়ে বসেছিল ৪ উইকেট। সেখান থেকে নিক কার্টন (৪৯) আর শ্রেয়াস মভার (৩৭) ৬০ বলে ৭৫ রানের জুটিতে দলটা শেষমেশ ১৩৭ পর্যন্ত পৌঁছায় কানাডা। যা বোলারদের দক্ষতায় ডিফেন্ড করে ফেলে তারা।
এই জয়ের ফলে ২ পয়েন্ট পেল কানাডা। ওদিকে দুই ম্যাচ শেষে আইরিশরা রয়ে গেল ০ পয়েন্ট নিয়েই।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *