খেলার খবর

আফগানদের বোলিং নিয়ে চিন্তায় আছেন কিউই অধিনায়ক

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে শনিবার ভোরে মাঠে নামবে কিউইরা। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। যাদেরকে বলা হচ্ছে এবারের আসরের অন্যতম ফেভারিট। সেই দলটির বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ সতর্কই দেখা গেল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ম্যাচের আগে উইলিয়ামসন জানিয়েছেন, আফগানদের বোলিং শক্তির বিপক্ষে বেশ ভালোই জানা আছে তার।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ৫৮ রানেই গুটিয়ে গিয়েছিল উগান্ডা। ম্যাচে ১২৫ রানের বড় জয় পেয়েছিল আফগানিস্তান। ম্যাচে একই পাঁচ উইকেট শিকার করেছিলেন আফগান পেসার ফজল হক ফারুকী। এর বাইরেও আফগানদের বোলিং শক্তির কথা কমবেশি সকলেরই জানা। মুজিব-রশিদ-নবীরা নিজেদের দিকে একই ম্যাচটা নিজেদের দিকে হেলাতে পারেন।

আফগানদের বিপক্ষে নামার আগে তাই সতর্ক থাকতেই হচ্ছে উইলিয়ামসনকে। যা নিয়ে তিনি বলেন, ‘তাদের দলে বেশ কয়েকজন ভালোমানের খেলোয়াড় আছে। সত্যি কথা বলতে, তাদের এমন একটি দক্ষ দল আছে, আমার মনে হয় প্রতিযোগিতায় সেরা বোলিং আক্রমণগুলির একটি তাদের।’

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বর্তমানে দাপট দেখাচ্ছে আফগান ক্রিকেটাররা। যা নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা দেখেছি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় তাদের সম্পৃক্ততা, আফগানিস্তানের খেলোয়াড়দের সংখ্যা। এবং এতে করে তারা আরও ভাল হচ্ছে। তারা আরও বেশি করে টপ লেভেলের ক্রিকেট পাচ্ছে। এবং আমরা গত বিশ্বকাপে দেখেছিলাম ওডিআই ফরম্যাটেও তারা কতটা শক্তিশালী ছিল। সত্যিই তারা একটি অত্যন্ত দক্ষ দল এবং অন্য দলগুলোর জন্য হুমকি।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *