খেলার খবর

শান্ত-সাকিবদের জয়ে সন্তুষ্ট তামিম  

ডেস্ক রিপোর্ট: ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন তামিম ইকবাল। সেখান থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অনিয়মিত হয়ে পড়েন তিনি। চোট, কোচদের সঙ্গে বনিবনা না হওয়া,  ফিটনেস ইস্যু সব মিলিয়ে খেলেননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও। তবে জাতীয় দলের প্রতি টানটা যে থেকেই যায়। বাংলাদেশ সময় আজ সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। শান্ত-সাকিবদের এমন জয়ে সমর্থকদের মতো উচ্ছ্বসিত তামিমও। রোমাঞ্চকর ম্যাচ শেষের দলের এমন জয়ে বেশ খুশি দেশের সাবেক এই অধিনায়ক। 

গত বছর ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় যোগ দেন তামিম। তখনই জানিয়েছেন ক্রিকেট ছাড়লেও বিশ্লেষক ও ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন। তেমনটার দেখা মিলল চলতি বিশ্বকাপেও। আসরের ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টসে বিশ্লেষকের ভূমিকায় আছেন তামিম। সেখানেই জানালেন বাংলাদেশের ম্যাচ জয়ের নিজের অনুভূতি। 

সেখানে বাংলাদেশের ম্যাচে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিম বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে খুব খুশি।’ 

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে পুরো দলের অবস্থা ছিল টালমাটাল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচেও বড় হার। এতে এমন জয় যেন দরকারই ছিল। তামিমও সুর মেলালেন সেখানেই। ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে।’

এদিকে ম্যাচে মুস্তাফিজের ফর্মে ফেরার বেশ খুশি তামিম। ৪ ওভার বল করে স্রেফ ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। বিশ্বকাপে আগে আইপিএলে ধোনির সঙ্গে খেলে আসার পর যেন মুস্তাফিজকে দেখছে তামিম। ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *