কালাই

কালাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের কালাইয়ে কেক কেটে দৈনিক যায়যায়দিনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত ৮ জুন, শনিবার  সন্ধ্যায় প্রেসক্লাব কালাইয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’ কালাইয়ের আহ্বায়ক মো. গোলাম মর্তুজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন  প্রেসক্লাব- কালাইয়ের সভাপতি, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও কালাই উপজেলা প্রতিনিধি মো. আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব- কালাইয়ের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারের কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের কালাই উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, সাংবাদিক রবিউল ইসলাম আকন্দ, দৈনিক মুক্তজমিনের সাংবাদিক মোছদ্দেকুল ইসলাম চঞ্চল, শামছুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাফছাদুল হক তালুকাদর জনি প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ কুমার রায় বলেন, ‘যায়যায়দিন পত্রিকাটি এক সময়ে ছিল জনপ্রিয়তার শীর্ষে। তখন এটি ছিল সাপ্তাহিক এবং ট্যাবলয়েড আকারের পত্রিকা। তখন পত্রিকাটির কপি পাওয়ার জন্য আগেই হকার ভাইদের সিরিয়াল দিয়ে রাখতে হতো। যাহোক, নানা চড়াই-উতরাই পেরিয়ে সম্ভবত ১৯৯৬ সাল থেকে যায়যায়দিন দৈনিক পত্রিকা আকারে প্রকাশ হতে শুরু করে। আমরা মনে করি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ পত্রিকাটি এখনও হাজারো মানুষের মনে জায়গা করে আছে। পত্রিকাটি আগের মতো করে  আগামীতেও দেশ ও সমাজের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি সমাজ ও জাতির নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্দশা এবং দূর্নীতির চিত্রও তুলে ধরবে বলে আমরা বিশ্বাসী।’ 

মো.  আতাউর রহমান।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *