খেলার খবর

‘বাবর তো কোহলির জুতার সমানও না’

ডেস্ক রিপোর্ট: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট প্রেমীদের বাড়তি এক উত্তেজনা, বাড়তি উন্মাদনা। বিগত কয়েক বছর এই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ব্যাটার বিরাট কোহলি এবং বাবর আজম। এদের দুইজনকে নিয়ে আলোচনা-সমালোচনা ও তুলনা করাটা যেন চলতেই থাকে। এবারের বিশ্বকাপ আসরেও তার ব্যতিক্রম হচ্ছে না।

পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার এবার বর্তমান অধিনায়ক বাবর আজমকে নিয়ে করলেন বিস্ফোরক এক মন্তব্য। তার মতে কোহলির সঙ্গে বাবরের তুলনাই হয় না। তুলনা তো দূরে থাক, কোহলির জুতোর সমানও নাকি না বাবর।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া বলেছেন, ‘লোকে বাবর আজম, বাবর আজম করতে থাকে। এক দিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরদিন ওর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়। আরে সে তো কোহলির জুতার সমানই নয়।’

ভারতের বিপক্ষে পাকিস্তান দাঁড়াতেই পারবে না বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার, ‘ভারত খুব বাজেভাবে হারাবে। পাকিস্তানের ভারতকে হারানোর সামর্থ্য নেই। পাকিস্তান যখনই বিশ্বকাপ খেলতে যায়, বলতে থাকে যে বোলিং শক্তি ভালো। বোলিংই ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের কারণেই কিন্তু প্রথম ম্যাচটা তারা হেরে গেছে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *