আন্তর্জাতিক

‘কনস্টেবল খুনের ঘটনায় বাহিনীর গাফিলতি ছিল কিনা দেখবো’

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বারিধারায় ফিলিস্তিনের দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় বাহিনীর কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১০ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডটি নিয়ে অনেক প্রশ্নই সামনে আসছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন রয়েছি। এমন আচরণের কী কারণ হতে পারে! ইচ্ছাকৃত নাকি পারিবারিক ঝামেলা থেকে এমন করেছে, তা তদন্তের পর সঠিক ঘটনা জানানো যাবে।

এমপি আনারের হত্যাকাণ্ড প্রস‌ঙ্গে আসাদুজ্জামান খান কামাল ব‌লেন, এই ঘটনা তাদের দেশে (ভারত) হয়েছে, এজন্য এই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বও তাদের (ভারত)। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে, তাই তারা (ভারত) মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এটা এমপি আনারের মরদেহ কি না।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *