খেলার খবর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে বোলিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে ব্যাট করাটা যেন রীতিমতো দুঃসাধ্য কাজ। ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলও কোনো রকমে ১০০ রান তুলতে হিমশিম খাচ্ছে। স্বাভাবিকভাবেই তাই এ মাঠে টস হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। আর সেই টস ভাগ্যে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে পাঠিয়েছে বোলিংয়ে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এর আগে দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেই দুটিতেই জয় পেয়েছে তারা। স্বাভাবিকভাবেই তাই সেরা একাদশটাকেই মাঠে নামাতে হয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন জাকের আলি অনিক। দক্ষিণ আফ্রিকা অবশ্য একাদশে কোনো পরিবর্তন আনেনি। সবশেষ ম্যাচের একাদশের ওপরই আস্থা রেখেছে তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনোই জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে সবমিলিয়ে মোট ৮টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার সবগুলোতেই হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার অবশ্য সেই গল্পটা পাল্টে দিতে চাই বাংলাদেশ। সেই লক্ষ্যেই আজ মাঠে নামছে নাজমুল শান্তর দল।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এ পর্যন্ত ৫ ম্যাচে হয়েছে। যেখানে মোট ৬৫ উইকেটের পতন হয়েছে। এর মধ্যে ৫৫ উইকেট নিয়েছেন পেসাররা। বাকি ১০টি উইকেট স্পিনারদের। অর্থাৎ এই মাঠে পেসারদের দাপট থাকতে তা এক রকম নিশ্চিত।

এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে লঙ্কানদের ১২৪ রানে থামিয়ে ৬ বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলেছিল বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ–
তানজিদ হাসান তামিম, জাকের আলি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা একাদশ-

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, অটনিল বার্টম্যান।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *