জয়পুরহাটের খবর

ক্ষেতলালে ৫ দিন ব্যাপী জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্কীনিং কর্মসূচির উদ্বোধন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৫ দিন ব্যাপী জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্কীনিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। গত ৮ নভেম্বর  বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোর্শেদা খাতুন স্বপ্না এর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জোবায়ের আল-ফয়সাল, ইপিআই টেকনিশিয়ান নুর আজম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আরএমও ডাঃ মোঃ আতিকুর রহমান, ডাঃ মোঃ মুঞ্জরুল হাসান, ডাঃ ফারিয়া মাহজুবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, মামুন হাসান-জেলা সমন্বয়কারী (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়, শাহবাগ,ঢাকা) প্রমুখ। সভায় বক্তরা বলেন, ভায়া ও সিবিই ক্যাম্পেইনের মাধ্যমে বিনা মূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার পরিক্ষা করা হবে। এতে মেয়েদের উদ্বোদ্ধ করতে হবে।  বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্দশনা অনুযায়ী ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্কীনিং কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় দৈনিক জয়পুরহাট খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *