নারায়ণগঞ্জে বাসে আগুন
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বাসে আগুন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে রাস্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাসে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৪৮
ছবি: সংগৃহীত
সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ২ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ৮ জন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৪৮ জন।
রোববার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল বর্ষা মৌসুমের আগেই। ভরা বর্ষায় জুলাই মাসে তা ভয়ংকর রূপ নেয়। এর পর থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতি মাসেই রেকর্ড ভাঙছে।
সরকারি হিসাবে অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬৭ হাজার ৭৬৯ জন। সে সময় ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৫৯ জনের। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। ওই মাসে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭১ হাজার ৯৭৬ জন। ওই মাসে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৮৫৪ জন রোগী, মৃত্যু হয় ২০৪ জনের।
;
সাড়ে ১২ হাজার টাকা মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত
তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মন্ত্রণালয়ে ব্রিফিংকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছেন।
এদিকে, শ্রমিকদের বেতন ২৫ হাজার করার দাবিতে আন্দোলন করছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস ওয়াকার্স এলায়েন্স, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য মঞ্চ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ বেশ কয়েকটি সংগঠন।
;
বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ আটক ৩
ছবি: সংগৃহীত
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন বিজিবি। এর আগে ১১ নভেম্বর রাত ৩ টার দিকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণসহ পাচারকারীদের আটক করে।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের আনার উদ্দিনের ছেলে আজমীর, আলী কদমের ছেলে জালাল উদ্দীন ও রুহুল আমিনের ছেলে নুরুজ্জামান।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণের চোরাচালানের খবর আসে বিজিবির কাছে। পরে তারা সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দরহভাজন পাচারকারীরা মটরসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
;
ভোজ্যতেলের দাম বাড়ানোর আবেদন
ছবি: সংগৃহীত
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস থামছে না সাধারণ মানুষের। এর মধ্যে ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত আবেদনপত্রটি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
এতে বলা হয়েছে, আমাদের ভোজ্যতেলের আমদানিতে ডলার কনভারসন মূল্য বর্তমানে ১১২ টাকা থেকে ১২৪ টাকায় দাঁড়িয়েছে।
এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যখন ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করেছিল, তখন ডলারের কনভারসন মূল্য ধরা হয়েছিল ১১১ টাকা। যেখানে বর্তমানে আমাদেরকে ১ ডলারের বিপরীতে ১২২ টাকা থেকে ১২৪ টাকা দিতে হচ্ছে। তাই বর্তমানে ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্যতেলের দাম সমন্বয় করার আবেদন করেছে সংগঠনটি।
তার আগে গত ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮২৫ টাকা করা হয়। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা করা হয়। এ দাম বাজারে কার্যকর করা হয় ১৭ সেপ্টেম্বর থেকে।
;
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।