আন্তর্জাতিক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইকুয়ালিটি’

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে ৮ দিন ব্যাপি এই উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত । এই উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইকুয়ালিটি’।

পৃথিবীর প্রতিটি শিশুরই অধিকার আছে সুন্দর জীবনযাপনের। শিক্ষা, বস্ত্র, খাদ্য থেকে শুরু করে প্রত্যেকেরই আছে সমান অধিকার। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। সমাজের চারপাশে চোখ ফিরালে দেখা যায় নানা বৈষম্য। কেউ কেউ বাবা মায়ের ছায়াতলে উপভোগ করে বিলাসিতার জীবন। কিন্তু পেটের দায়ে আবার অনেককেই করতে হয় শিশুশ্রম। এমনই গল্প নিয়ে কে আর মুন নির্মান করেছেন তার প্রথম সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইকুয়ালিটি’।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী নাহিয়ান আজান রিদম। এছাড়াও অভিনয় করেছেন রিশাদ আহমেদ আয়ান, সাদিয়া আফরিন মুন্নি এবং সাব্বির আহমেদ শিবলী। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের উদ্যোগে কয়েকজন শিক্ষার্থী মিলে এ সিনেমাটি নির্মান করেছেন।

‘ইকুয়ালিটি’র প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন সাব্বির আহমেদ শিবলী, মেহেরা রহমান সিমরান ও সাজ্জাদুর রহমান অংকন। সিনেমাটোগ্রাফার ছিলেন জামিল আহমেদ রাকিব এবং আল আমিন হোসেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *