খেলার খবর

বাবরের নেতৃত্বে টান, পাশে দাঁড়ালেন রমিজ

ডেস্ক রিপোর্ট: ওয়ানডেতে এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছিল পাকিস্তান। দলটিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাটাও তাই ছিল আকাশচুম্বী। তবে শেষ পর্যন্ত টেবিলের পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপের মিশন শেষ করতে হয়েছে বাবর আজমের দলকে।অধিনায়ক নিজেও সে অর্থে পারফর্ম করতে পারেননি। যার জন্য তার নেতৃত্বে টান পড়তে চলেছে।

শোনা যাচ্ছে বিশ্বকাপের পরপরই নতুন নেতৃত্ব দেখা যাবে পাকিস্তান দলে। সেমিফাইনাল খেলতে না পারায় নিজ দেশে কঠোর সমালোচনার শিকার হতে হচ্ছে বাবরকে। সাবেক ক্রিকেটারদের অনেকেই বাবরকে আর নেতৃত্বে দেখছেন না। সব মিলিয়ে কঠিন সময় পার করতে হচ্ছে বাবরকে। আর এই কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও পিসিবি প্রধান রমিজ রাজাকে।

বাবরকে সমর্থন দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘যখন বোলাররা নতুন বলে উইকেট এনে দেওয়ার বদলে খরুচে হতে শুরু করবে, তখন বাবর ক্যাপ্টেন্সিই বা কিভাবে করবে?’

এরপর তিনি বলেন, ‘পিসিবি হয়তো এখন কিছু প্রাক্তন ক্রিকেটারকে জড়ো করবে এবং তাদের জিজ্ঞাসা করবে কীভাবে ক্রিকেট ঠিক করা যায়? কে তাদের বোর্ডের দায়িত্বে রেখেছে? তাদের কাজ কি শুধু একসঙ্গে আড্ডা দেওয়া। অধিনায়ক এবং কোচিং স্টাফ পরিবর্তন করা। যাতে সবাই ভাবে যে তারা একটি বড় পদক্ষেপ নিয়েছে?’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *