জ্বালানি সংকটে গাজা হাসপাতালে ৬ শিশুসহ ৯ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: গাজার আল-শিফা হাসপাতালে জ্বালানি সংকটের কারণে মৃত্যুর সংখ্যা ছয় শিশুসহ এবং ৯ জনে পৌঁছেছে বলে সোমবার (১৩ নভেম্বর) জানিয়েছে ছিটমহলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার সবচেয়ে বড় এই হাসপাতালটি কয়েকদিন ধরে বিদ্যুতের ঘাটতিতে ধুঁকছে বলে জানিয়েছে এনডিটিভি।
হামাস শাসিত ফিলিস্তিনি ভূখণ্ডের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউসুফ আবু রিশও এএফপিকে বলেছেন, ‘উত্তর গাজা উপত্যকার সকল হাসপাতাল পরিষেবার বাইরে।’
আল-শিফা, যেটি যা পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের একটি ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে, সেখানে আশ্রয় নেওয়া শত শত রোগী এবং হাজার হাজার মানুষের অবস্থার অবনতি হচ্ছে।
ইসরায়েল গত শনিবার প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা হাসপাতালটি থেকে শিশুদের সরিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু, হাসপাতালটি ইসরায়েলের স্থল আক্রমণের শিকার হওয়ায় তা সম্ভব হয়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা জরুরি চিকিৎসার জন্য হাসপাতালটিতে ৩০০ লিটার জ্বালানি সরবরাহ করেছে।
আল-শিফা পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া ইসরায়েলের ওই দাবি অস্বীকার করেছেন।
তিনি এএফপিকে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী আমাকে ডেকে বলেছিল যে, জ্বালানি আল-শিফা থেকে ৫০০ মিটার দূরে রেখে দেওয়া হবে। আমি তাদের বলেছিলাম, যদি সাহায্য করতে চান তবে মূল জেনারেটর চালানো এবং শত শত রোগী ও আহতদের বাঁচাতে আমার কমপক্ষে ৮,০০০ লিটার জ্বালানি দরকার। কিন্তু, তারা আমার প্রয়োজনকে প্রত্যাখ্যান করেছে।’
অন্যদিকে, ব্যাপক বিমান ও স্থল হামলায় বেসামরিকদের দুর্ভোগ কমানোর জন্য তীব্র আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে ইসরায়েল। হামাস কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে হাজার হাজার শিশুসহ ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।