সারাদেশ

শিশুদের লাশের সারি দেখে ঘুমাতে পারছেন না গাজার গোর খোদক

ডেস্ক রিপোর্ট: মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দী সব আলেমের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে শুক্রবার (১০ নভেম্বর) দেশব্যাপী জেলায় জেলায় ও মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে প্রায় তিন বছর ধরে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে বন্দী করে নির্যাতন করা হচ্ছে। মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলক এসব কর্মকান্ডের কারণে সরকার বিপাকে পড়বে। মাওলানা মামুনুল হক দেশের আপামর জনসাধারণের প্রতিনিধি। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

গাজীপুর জেলা ও মহানগরীর উদ্যোগে মহানগর সভাপতি হাফেজ কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মোরশেদ কামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, যুব মজলিস গাজীপুর জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল মালেক, বাইতুল মাল সম্পাদক কারী আবু বুকর, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি ফয়জুল্লাহ ফরিদী, মহানগর শাখার সংগঠন বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক নোমান কাসেমী, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা মনজুরুল হক নোমান, কারী আনোয়ার হোসাইন প্রমুখ।

সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত যুব মজলিস সিলেট জেলা ও মহানগর। জেলা সভাপতি মুফতি মুহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে ও মহানগর সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামীউর রহমান মুসা।

চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মহানগর সভাপতি মাওলানা রেদওয়ানুল ওয়াহেদের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সোহাইল।

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সহকারী সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলার সহ সভাপতি ডাঃ শাহাদাত হোসেন ও বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা মমিনুল হক চৌধুরী।

ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল জনতা ব্যাংকের মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মুফতি মাহবুবুর রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদুল কবির, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ, ছবি : সংগৃহীত ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম।

কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শহীদী মসজিদের সামনে সমাবেশ এবং দোয়ার মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন, যুব মজলিস করিমগঞ্জ উপশাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, যুব মজলিস জেলা নির্বাহী সদস্য মাওলানা আইনুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মোকাররম হোসাইনসহ প্রমুখ।

সুনামগঞ্জে মাওলানা সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল খালেক। এছাড়া হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আনোয়ার হোসেনসহ জেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে মাওলানা রুহুল আমিন নেয়ামতের সভাপতিত্বে মাওলানা তারেক হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবু বকরের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *