আন্তর্জাতিক

সিরিয়ায় ইরানের দুটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ডেস্ক রিপোর্ট: মার্কিন বাহিনীর ওপর হামলার কারনে সিরিয়ার ইরানের দুটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে রবিবার (১২ নভেম্বর) এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো দ্বারা ব্যবহৃত স্থাপনায় অব্যর্থ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানিয়েছে অস্টিন আরও বলেন, পর্যায়ক্রমে আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য স্থাপনায় এ হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলা থেকে বিরত রাখতে এ আক্রমণ চালানো হয়।

গত ১৭ অক্টোবর থেকে এ দুটি দেশে ৪৫ জনেরও বেশি মার্কিন সেনা নিহত এবং বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের কারনে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ওপর এ হামলা আরো জোরদার হয়েছে।

ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান রোধের চেষ্টায় ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়া ৯০০ সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *