‘দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’
ডেস্ক রিপোর্ট: সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। দলটির নেতারা মনে করছেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বাসদের ৪৩তম ও মহান রুশ বিপ্লবের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত জনসভায় বাসদ নেতারা এ অভিযোগ তুলে।
এর আগে বাসদ রংপুর জেলা কমিটির উদ্যোগে নগরীর শাপলা চত্বর থেকে লাল পতাকা, ব্যানার ও ফেস্টুন সম্বলিত একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
বাসদ রংপুর জেলার আহবায়ক ও বাসদ কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলার আহবায়ক সাইফুল ইসলাম পল্টু, দিনাজপুর জেলা আহবায়ক কিবরিয়া হোসেন, কুড়িগ্রাম জেলার আহবায়ক ফুলবর রহমান, রংপুর জেলা বাসদের সদস্য সচিব মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক আতিয়ার রহমান ও রংপুর জেলার সদস্য অমল সরকার প্রমুখ।
বাসদ কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, বিগত ১১টি জাতীয় সংসদ নির্বাচনের সাতটি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। আর চারটি নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে। এই চারটি নির্বাচন আপেক্ষিক অর্থে নিরপেক্ষ হলেও দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো সব সময় প্রশ্নবিদ্ধ ছিল। আমরা অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সরকারের প্রতি জোর দাবি করছি।
জনসভায় কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম পল্টু বলেন, আজ দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী গরিব মানুষ দিশেহারা। ঋণনির্ভর অযাচিত মেগাপ্রকল্প ও ঘুষ-দুর্নীতি বৈষম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। দেশে শিক্ষা-স্বাস্থ্যসেবা গরিব মানুষের নাগালের বাইরে চলে গেছে। নদী ভাঙন, বন্যা ফসলহানিতে বেকার সমস্যা বেড়ে যাওয়ায় এই নগরে ভূমিহীন-গৃহহীন মানুষের সংখ্যা বেড়েই চলেছে।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে দলের অন্য নেতারা বলেন, সারা বিশ্বে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী আগ্রাসন এমন মাত্রায় পৌঁছেছে যে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল কর্তৃক নির্মম অত্যাচার ও উচ্ছেদের ঘটনা ঘটছে, কিন্তু জাতিসংঘসহ মানবাধিকার প্রতিষ্ঠানসমূহ তা বন্ধ করতে পারছে না।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।