আন্তর্জাতিক

আর শিফা হাসপাতালের ১৭৯ জনকে গণকবরে সমাহিত

ডেস্ক রিপোর্ট: গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় ইসরায়েল সেনাবাহিনীর অবিরাম হামলায় হাসপাতালটি গণকবরে পরিণত হয়েছে। মরদেহ দাফন করতেও ভয় পাচ্ছে মানুষ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) হাসপাতালটিতে ১৭৯ জনকে  গণকবরে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আল-শিফার পরিচালক বলেন, কমপ্লেক্সটি একটি গণকবরে পরিণত হয়েছে যেখানে ১৭৯ জনকে দাফন করা হয়েছে।

অনবরত হামলায় সর্বশেষ  নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ৭জন শিশু এবং ২৯ জন রোগীর মৃত্যুর পর এদেরকে গণকবরে দাফন করতে বাধ্য হয় বলে জানান তিনি।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা জানান, ইসরাইলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। ভয়াবহ এ পরিস্থিতিতে লাশগুলো দাফন করারও সুযোগ পাওয়া যাচ্ছে না। আল-শিফা হাসপাতালের চত্বরে স্তূপ করে রাখা হয়েছে বহু মরদেহ। এ অবস্থাতেই পঁচে যাচ্ছে সেগুলো।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *