নিজেদের আন্ডারডগ মানলেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে উইলিয়ামন
ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে আগামীকাল ওয়াংখেড়ে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। যেখানে চোট সারিয়ে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন; ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিশ্চিত করেছেন সেটি।
টুর্নামেন্টটা দারুণ কাটছে ভারতের। গ্রুপপর্বের ৯ ম্যাচের ৯টিতেই জয় তুলেছে রোহিত শর্মার দল। অন্যদিকে চার নম্বরে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। এমন দলের বিপক্ষে খেলতে নামা যে কঠিন সেটা মানছেন কেনও। নিজেদের আন্ডারডগ হিসেবে মানছেন কিউই অধিনায়ক। তবে ঠিকই জানিয়ে রেখেছেন ভারত চ্যালেঞ্জ নিতে কতটা মুখিয়ে আছে তার দল।
প্রতিপক্ষ হিসেবে ভারত যে সবচেয়ে কঠিন হতে চলেছে সেটা স্বীকার করে নিয়ে কেন বলেন, ‘এটা সত্যিই কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তারা এখন পর্যন্ত অত্যন্ত ভাল খেলছে, কিন্তু আমরা এটাও জানি কোনো নির্দিষ্ট দিনে যে কোনো কিছুই ঘটতে পারে। সুতরাং, একটি দল হিসেবে আমরা আমাদের ক্রিকেটের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। আমরা বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি। তাই, সামনের চ্যালেঞ্জ নিয়ে আমরা উত্তেজিত।’
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড আন্ডারডগ কিনা এমন প্রশ্নে কেন বলেন, ‘হ্যাঁ, তবে এই টুর্নামেন্টের প্রতিটি খেলাই কঠিন। এখানে যে কোনও দল নিজেদের দিনে যে কাউকে পরাজিত করতে পারে। তাই আমার মনে হয়, আমাদের পারফরম্যান্সটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। আর আমি এটা বিশ্বাস করি, আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি তখন এটি অবশ্যই আমাদের সেরা সুযোগ দেয়। আমার মনে হয় ফাইনালের পথে যে কোনও কিছু ঘটতে পারে।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।