আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট: পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় এক হাসপাতালের পরিচালকের বরাতে খবরটি নিশ্চিত করেছে এএফপি।

থাবেত হাসপাতালের প্রধান আমিন খাদের বলেন, ওই শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলাকালে ২১ থেকে ২৯ বছর বয়সের পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিমতীরের একই নগরীতে তাদের সামরিক অভিযান চালানোর খবর এএফপি’কে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, গাজা উপত্যকায় কোনও বাছ-বিচার ছাড়াই নিরপরাধ মানুষ হত্যার দায়ে ইসরায়েলকে সোমবার (১৩ নভেম্বর) অভিযুক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

রয়টার্স জানিয়েছে, গাজায় ইসরায়েলের কর্মকান্ডকে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাসের হামলার মতো গুরুতর বলে মনে করেছেন তিনি।

লুলা দা সিলভা বলেন, ‘হামাসের উস্কানিমূলক হামলার পর ইসরায়েলের পাল্টা পদক্ষেপ হামাসের ইসরায়েলে হামলার মতোই গুরুতর। এক্ষেত্রে ইসরায়েল কোনও বাছ-বিছার ছাড়াই নিরাপরাধ মানুষকে হত্যা করছে।’

সন্ত্রাসীদের অবস্থান রয়েছে এমন অজুহাতে বিভিন্ন হাসপাতালে এবং শিশু রয়েছে এমন অনেক স্থানে বোমা হামলা চলানোয় ইসরায়েলকে অভিযুক্ত করেন ল্যাটিন আমেরিকার বৃহত্তম এ দেশের নেতা।

লুলা বলেন, ‘এটি ব্যাখ্যাতীত। প্রথমে আপনাকে নারী ও শিশুদের বাঁচাতে হবে। তারপর আপনি যার সঙ্গে ইচ্ছে যুদ্ধ করুন।’

যদিও লুলার এসব মন্তব্যকে ব্রাজিলের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিরা ভুল, অন্যায় এবং বিপজ্জনক বলে নিন্দা করে বলেছেন, ‘ব্রাজিল ইসরায়েল এবং হামাসকে একই স্তরে রাখে।’

প্রসঙ্গত ইসরায়েলের দাবি, হামাসের গত ৭ অক্টোবরের হামলায় ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মিও করে।

এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ব্যাপক বিমান ও স্থল হামলায় সেখানে ১১,২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ৪,৬৩০ শিশুও রয়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *