বিনোদন

অবশেষে শেষ হলো হলিউড শিল্পীদের ধর্মঘট

ডেস্ক রিপোর্টঃ হলিউডের রুষ্ট ভাগ্য দেবতা অবশেষে ক্ষান্ত হলেন। গত ৯ নভেম্বর শেষ হলো দীর্ঘ ৭ মাসের ‘অভিনেতা ধর্মঘট’। এতদিন ধরে সিনেমার শ্যুটিং স্পটগুলোতে যে খরা ছিল, অবশেষে তার অবসান ঘটবে।

হলিউড অভিনেতাদের সমিতি ‘স্যাগ অ্যাফট্রা’ ৯০ শতাংশ ভোটের সাথে চলতি বছরের জুলাই মাসের ১৪ তারিখে ধর্মঘট শুরু করেন। যার সূত্রপাত মূলত মে মাসের ২ তারিখ ‘এএমপিটিপি’ এর বিরুদ্ধে ‘ডব্লিউজিএ’ এর ধর্মঘটের সাথেই হয়। গত ৬০ বছরে এই নিয়ে ২য় বার হলিউড অভিনেতা এবং লেখকরা একত্রে ধর্মঘটে নেমেছেন।

চলতি বছর মে মাসে নিজেদের দাবি আদায়ে ধর্মঘটে নেমেছিলেন হলিউডের গল্প লেখকগণ। তাদের সাথেই ধর্মঘটে নামেন অভিনেতারাও। ২০২৩ সালের জুন মাসের ৩০ তারিখে চুক্তি শেষ হওয়ায়, নতুন যে চুক্তি হবে তাতে কিছু সংশোধন আনার দাবিতে ধর্মঘট শুরু হয়। সেখানে লেখকদের সমিতি ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ বা ডব্লিইউজিএ নিজেদের পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। তার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে তাদের ভবিষ্যতে কাজের অভাব হওয়ার সম্ভাবনা এড়াতে চুক্তিতে সংশোধনীর দাবি ছিল তাদের।

এদিকে প্রযোজকদের ইউনিয়ন ‘এলায়েন্স অফ মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রোডিউসার’ বা সংক্ষেপে এএমপিটিপি এর বিরুদ্ধে তাদের দীর্ঘ আন্দোলনের সমাপ্তি ঘটে সেপ্টেম্বরের ২৭ তারিখ। কিন্ত অভিনেতাদের সংঘ স্যাগ অ্যাফট্রা অর্থাৎ, ‘স্ক্রিন এক্টরস্ গিল্ড- আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন এন্ড রেডিও আর্টিস্টস’দের আন্দোলন বহাল ছিল।

অবশেষে তাদের দাবি মেনে নেওয়ায় গত ৯ নভেম্বর ধর্মঘটের ইতি ঘটেছে। অভিনেতা ও প্রযোজকদের মধ্যে ১ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। যেখানে উল্লেখ্য বিষয়গুলো ছিল- অনলাইনে স্ট্রিমিং এর পরবর্তী আয়, সর্বনিম্ন বেতন, পেনশন ও স্বাস্থ্যসেবা এবং অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে হওয়া সম্ভাব্য ক্ষতির ব্যাপারে দুইপক্ষের সম্মতিতে ক্ষতিপূরণ।

ধর্মঘটের সমাপ্তির সাথে সাথে শুরু হয়ে গেছে সিনেমার শ্যুটিং সংক্রান্ত কাজ। অ্যাটাক অন টাইটান ফাইনাল সিজন, জেন-ভি এর মতো টিভি শো গুলো বেশ দাপটে আছে। এছাড়াও সূত্রমতে স্ট্রেন্জার থিংস, দ্যি বয়েজ সিজন ৪, নাউ ইউ সী মি ৩, অবতার (অ্যানেমেশনের আলোকে নির্মীত লাইভ একশন), লেজেন্ড অফ জেল্ডা, গেম অফ থ্রোনসের চরিত্র ,জন স্নো এর উপর তৈরি হওয়া শো স্নো – এসব প্রোজেক্ট গুলোতে খুব শীঘ্রই কাজ শুরু হবে।

পাশাপাশি আর্কেন ২, দ্যা বেয়ার ৩, রিবিল মুন যা কিনা পরিচালক জ্যাক স্নাইডারের ‘আর্মি অফ দ্যা ডেড’ এর পরবর্তী প্রজেক্ট এর মতো শো গুলোর ট্রেইলার ও প্রকাশের তারিখ একে একে জানানো হচ্ছে। তবে ২০২৪ সালে সেসব সিনেমা আসার কথা ছিল তার সিংহভাগ সিনেমার তারিখ পিছিয়েছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *