খেলার খবর

চাপ জয় করেই কিউইদের হারাতে চান রোহিত

ডেস্ক রিপোর্ট: এক যুগ পেরিয়ে গেছে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ভারতের। তবে এবার সেই আক্ষেপ মেটাতে চায় রোহিত শর্মার দল। ঘরের মাঠে দর্শকরাও প্রত্যাশা করছে তেমনটিই। অবশ্য সেটি করতে সবার আগে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা মঞ্চে পা রাখতে হবে ভারতকে। জয় করতে হবে গ্যালারিতে ম্যাচ দেখতে আসা স্বাগতিক সমর্থকদের চাপ। অবশ্য সেই চাপ জিতেই ফাইনালে পা রাখার ব্যাপারে আশাবাদী রোহিত শর্মা। আগামীকাল সেমিফাইনালে মাঠে নামার আগে তেমনটিই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। গ্রুপপর্বের ৯ ম্যাচের ৯টিতেই জয় তুলেছে তারা। ব্যাটে-বলে এতটাই ছন্দে রয়েছে ভারতীয়রা। যে তাদের বিপক্ষে ম্যাচ জেতা যে কোনো প্রতিপক্ষের জন্যই বেশ চ্যালেঞ্জের। যদিও সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে কিউইদের। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতকে হারিয়েছিল তারা। আর সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে ভারত বধের ছক কষছে দলটি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত না হারলেও সেমিফাইনালে বাড়তি চাপ থাকবে কিনা ভারতের ওপর এমন প্রশ্নে রোহিত বলেন, ‘হ্যাঁ। আপনি যখনই বিশ্বকাপ খেলবেন তখন তা সেমিফাইনাল বা ফাইনাল হোক সবসময় চাপ থাকে। কিন্তু গত ৯ ম্যাচে আমরা সেই চাপ খুব ভালোভাবে সামলেছি। ছেলেরা ভালো সাড়া দিয়েছে। আমরা শুধু আমাদের খেলায় মনোযোগী ছিলাম। আমরা ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম এবং তা পেরেছি।’

রোহিত আরও বলেন, ‘ভারতে, আপনি যে ফরম্যাটেই খেলুন না কেন সবসময় চাপ থাকবেই। কারণ আপনি সব জায়গা থেকে একই কথা শুনবেন যে আগামীকাল আমাদের ম্যাচ জিততে হবে। আমাদের সেঞ্চুরি করতে হবে, ৫ উইকেট নিতে হবে। সুতরাং ছেলেরা ২০০-২৫০টি ম্যাচ খেলুক বা ৫-১০টি ম্যাচ খেলুক; তাদের এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হবে। আমার মনে হয় চাপ ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে। কাজেই এসব নিয়ে না ভেবে আমরা যেভাবে খেলছি তার ওপর বেশি মনোযোগ দিতে হবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *