রোহিতদের নজর ফাইনালে, উইলিয়ামসনদের ২০১৯-এ
ডেস্ক রিপোর্ট: এক শব্দে ভারতের এই আসরে এখন পর্যন্ত যাত্রা, অপ্রতিরোধ্য। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোনো অংশেই যেন রোহিতদের দমিয়ে রাখা যায়নি। ব্যাটাররা করছেন নিয়মিত রান, পেসার-স্পিনাররা আছেন দারুণ ছন্দে, ফিল্ডাররা দিচ্ছেন তাদের সবটুকু, সব মিলিয়ে সেরা সময় পার করছে স্বাগতিকরা।
ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বকাপ। এই মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই মাহেন্দ্র সিং ধোনির লং-অনের ওপর দিয়ে ছক্কায় শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল ভারত। সেখানেই এবার প্রথম সেমিতে নামতে যাচ্ছে তারা। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি রোহিত শর্মার দল। তাই অপরাজিত থেকেই শিরোপার আরও এক ধাপ কাছে যেতে চায় তারা।
অন্যদিকে কিউইরা হয়তো অন্য কিছু ভাবছে। তাদের আসর শুরু হয়েছিল বেশ আগ্রাসনের সঙ্গে। টানা চার ম্যাচে জয়ের এগোচ্ছিল দারুণভাবে। তবে সেই ছন্দে হঠাতই পতন। সেখান থাকে টানা চার ম্যাচ হারের পর শেষ ম্যাচ জিতে চতুর্থ অবস্থানে থেকে সেমি নিশ্চিত করে উইলিয়ামসনরা।
কিউইরা ম্যানচেস্টারকে থামাতে চায় মুম্বাইয়ে। এই এক দারুণ মিলের গল্প। ২০১৯ সালেও ভারত ছিল ফর্মের তুঙ্গে। শীর্ষে থেকেই শেষ করেছিল প্রথম রাউন্ড। অন্যদিকে কিউইরা নেট রান রেটে পাকিস্তানকে কোনোমতে টপকে পৌঁছেছিল সেমিতে। শেষ পর্যন্ত তাদের কাছে থামতে হয়েছিল ভারতকে। এবারও যে সেই গল্পের ভিত আছে গড়ে। কেবলই বাকি ক্লাইম্যাক্সের। রোহিতরা শেষ করেছে শীর্ষে থেকে। উইলিয়ামসনরা নেট রান রেটে সেই পাকিস্তানকে পেছনে ফেলেই এসেছে সেমিতে। তবে কি সেই জুজুতে আরও একবার পড়তে যাচ্ছে ভারত!
পরিসংখ্যানও বলছে ভারতের সেই জুজুর কথা। ওয়ানডে বিশ্বকাপে কিউইদের সঙ্গে নয় মোকাবেলায় পাঁচটিতেই হেরেছে ভারত। একইসঙ্গে আইসিসির সর্বশেষ তিন ইভেন্টে (২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ) রোহিতদের বিদায়ের ঘণ্টা বেজেছে নিউজিল্যান্ডের হাতেই। সেই জুজু কী কাটাতে পারবে ভারত? নাকি তালিকায় যোগ হবে আরও একটি?
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।