বিনোদন

আগস্টের সব কনসার্ট বাতিল করলেন অরিজিৎ

ডেস্ক রিপোর্টঃ আগামী দিনে আর কখনোই জয় বাংলা কনসার্টে গাইবে না বলে ঘোষণা দিয়েছে ক্রিপটিক ফেইট, নেমেসিস ও আরবোভাইরাস। দেশে চলমান আন্দোলনে নিজেদের সমর্থন জানানোর জন্য এই ব্যান্ড দলগুলো ‘জয় বাংলা কনসার্ট’ বয়কট করেছে। এই খবর গানপ্রেমীরা মোটামুটি জেনে ফেলেছেন এতোক্ষণে। এর পরপরই বলিউডের শীর্ষ গায়ক অরিজিৎ সিংয়ের আগস্ট মাসের সব কনসার্ট বাতিলের খবরে অবাক হবেন না কেউ! ভাববেন তিনিও বাংলাদেশের আন্দোলনকারীদের সমর্থনে এই কাজ করেছেন।

আসল বিষয় হলো অসুস্থতা। অরিজিৎ নিজেই জানালেন, তিনি ভালো নেই। অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান।

অরিজিৎ সিং

অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।

এরপর তিনি তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন। আর সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের আশেপাশেই মূলত এই মাসে তার সমস্ত শো ছিল। নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ লেখেন, বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।

অরিজিৎ সিং

অরিজিৎ এদিন তার অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিক ভাবেই মন ভালো নেই তার অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। তার অনুরাগীরাও তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটাই লিখেছেন কমেন্ট বক্সে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *