বিনোদন

ভূমিধসে মৃত্যুপুরী কেরালা, পাশে দাঁড়ালেন আল্লু আর্জুন

ডেস্ক রিপোর্টঃ ভারতের কেরালার ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও নিখোঁজ দুইশ’রও বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে। চারিদিকে শুধুই ক্ষতের চিহ্ন। সেই আবহে সেনা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে। একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ।

আর এই পরিস্থিতিতেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু আর্জুন। সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্টে এই জনপ্রিয় অভিনেতা লিখেছেন, ‘ভূমিধসে কেরলের যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমায় এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।’

আল্লু আর্জুন

আল্লু আর্জুনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। অভিনেতার অনুরাগীরা তাকে নিয়ে গর্ববোধ করছেন, সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সে।

আল্লু আর্জুন এ বছরই পর্দা মাতাতে আসছেন তার ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে। এই ছবির জন্যই তিনি প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 

 ‘পুষ্পা: দ্য রুল’ ছবির পোস্টারে আল্লু আর্জুন

তথ্যসূত্র: এবিপি আনন্দ

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *