টস জিতে ব্যাটিংয়ে ভারত
ডেস্ক রিপোর্ট: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই মধ্যে এই ম্যাচ শুরু হওয়ার আগে তৈরি হয়েছে বিতর্ক, পিচ নিয়ে। নিউজিল্যান্ডের বেশকিছু গণমাধ্যমের খবর, এই ম্যাচে নাকি আইসিসির কোনো প্রকার পারমিশন ছাড়াই নিজেদের সুবিধামতো পিচে খেলবে ভারত। যদিও, এখনও এ বিষয়ে কোনোকিছুই আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, টম ল্যাথাম (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।