বিনোদন

নেটফিক্সের এ মাসের পরিকল্পনা

ডেস্ক রিপোর্টঃ হলিউড প্রযোজক সংস্থার বিরুদ্ধে স্যাগ অ্যাফট্রার আন্দোলন শেষ হতেই শুরু হয়েছে এতোদিন ধরে থেমে থাকা কাজগুলোর প্রস্তুতি। সেই সূত্রেই বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা অনলাইন প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’ প্রকাশ করেছে তাদের ভবিষৎ পরিকল্পনাগুলোর সম্পূর্ণ তালিকা। নভেম্বরের ১৫ থেকে ৩০ তারিখ অবধি নাম রয়েছে ‘দ্য ক্রাউনস : সিজন ৬’ থেকে শুরু করে ‘স্কুইড গেম : দ্য চ্যালেঞ্জ’- আসন্ন শো, সিনেমা, অ্যানিমেশন এবং আরও অনেক প্রজেক্টের।

১৫ নভেম্বর আসবে ‘ফিডব্যাক’ নামক শো।
১৬ তারিখে আসবে ‘দ্য ক্রাউন( সিজন ৬-পার্ট ১)’, ‘বেস্ট ক্রিসমাস এভার!’ এবং ‘ইন লাভ এন্ড ডীপ ওয়াটার।’
১৭ নভেম্বর প্রকাশ করা হচ্ছে ‘দ্য কুইনস্টাউন কিংস’, ‘অলটাইম হাই’, ‘রাস্টিন’, বিলিভার টু’, ‘কোকামেলন লেন’ এবং ‘স্কট পিলগ্রিম টেইকস অফ’।
১৮ তারিখ থেকে দেখা যাবে ‘রেলওয়ে মেন’।

এছাড়া আরও থাকছে-
২০ তারিখ ‘স্ট্যাম্পড ফ্রম দ্য বিগনিং’।
২১ তারিখ ‘মাইক বিরবিগ্লিয়া: দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য পুল’ এবং ‘লিও’
২২ তারিখ থেকে ‘ স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’, ‘ক্রাইম ডায়েরিজ: দ্য সেলিব্রিটি স্টাইলিস্ট’, ‘আই ডোন্ট এক্সপেক্ট এনিওয়ান টু বিলিভ মি’, ‘হাই অন দ্য হ্যোগ: হাউ আফ্রিকান আমেরিকান কুইজিন ট্রান্সফর্মড আমেরিকা- সিজন ২’ নামক শোগুলো।
২৩ তারিখ থেকে ‘দ্য লিটন পনি: মেইক ইওর মার্ক-চাপ্টার ৬’ ও ‘মাই ডেমন’।
২৪ তারিখ থেকে ‘অ্যা নেয়ার্ নরমাল ফ্যামিলি’,‘লাস্ট কল ফর ইস্তানবুল’, ‘ডই বয়’ এবং সর্বশেষ ‘ওয়েডিং গ্যেমস’।
২৭ তারিখ থেকে ‘গো ডগ গো :সিজন ৪’
২৮ তারিখ থেকে‘লাভ লাইক অ্যা কে-ড্রামা’ ও ‘ওনম্য়োজি’।
২৯ তারিখে থাকবে ‘ব্যাড সার্জন’। এবং অবশ্যই
৩০ তারিখে ‘ওব্লিটারেটেড’, ‘ফ্যামিলি সুইচ’, ‘হার্ড ডেইজ’ ও ‘ দ্য ব্যাড গায়েজ: অ্যা ভেরি ব্যাড হলিড ‘ প্রকাশ করা হবে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *