শিল্পী সমিতি নিয়ে ফেরদৌস-পূর্ণিমার ওপর ক্ষিপ্ত জায়েদ খান
ডেস্ক রিপোর্ট: গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। ২৭ ক্যাটাগরিতে ২০২২ সালের বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। যা উপস্থাপনা করেন জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। বরাবরের মতো তাদের উপস্থাপনা সবার মন ভরালেও ক্ষিপ্ত আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।
ঘটনাটির সূত্রপাত গতকালের অনুষ্ঠানের একটি স্থানে। উপস্থাপিকা পূর্ণিমা বলেন, এবার মঞ্চে আসছে তারকাবৃন্দ, শিল্পী সমিতির পরিবেশনায়… পূর্ণিমার কথা কেড়ে নিয়ে ফেরদৌস বলেন, ও বুঝতে পেরেছি রিয়াজ ও নিপুণ…
আরেক উপস্থাপক ফেরদৌসকে থামিয়ে আবার পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায়… এবারও ফেরদৌস বলেন, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা আপা…
এবার শিল্পী সমিতির পরিবেশনায় তখন ফেরদৌস কথা বলতে গেলে পূর্ণিমা বলেন, এখানে যেটা লেখা আছে সেটা বলতে দাও প্লিজ। পূর্ণিমা তারপর বলেন, শিল্পী সমিতির পরিবেশনায় মঞ্চে আসছেন সবার প্রিয় দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর- দেখবো একটি দারুণ পারফর্ম্যান্স।
অথচ সেখানে শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না, যা বিটিভি সূত্রে জানা গেছে। এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। ওরা এই আয়োজন শিল্পী সমিতিকে ক্রেডিট দিতে চেয়েছে। যেটা মিথ্যাচার। এটা মোটেও শিল্পী সমিতির পরিবেশনা ছিল না। আমি খোঁজ নিয়েছি বিটিভি থেকে দেওয়া স্ক্রিপ্টে কোথাও শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না। ফেরদৌস এখানে শিল্পী সমিতির পরিবেশনা কথাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগিয়েছেন। নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের প্রচার চালিয়েছেন।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ফেরদৌস ও পূর্ণিমার এই কাণ্ডে আমি বিস্মিত।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।