দেশ আগেও স্বাধীন ছিল না, এখনও স্বাধীন নয়: তসলিমা নাসরিন
ডেস্ক রিপোর্টঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও সত্যিকারের স্বাধীনতা আসেনি বলে মনে করেন লেখক তসলিমা নাসরিন। শুধু তাই নয়, স্বাধীনতার এই তুলনাকে তিনি মহান মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে বলেই মনে করছেন। তার মতে, দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা লিখেছেন তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন— গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিছু লোক দাবি করছে, এটি একটি মুক্তিযুদ্ধ, দাবি করছে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারা শহীদ। একে মুক্তিযুদ্ধ নাম দিয়ে ৭১’র মহান মুক্তিযুদ্ধকে অপমান কি না করলেই নয়! বলা হচ্ছে দেশ ”স্বাধীন” হয়েছে। না, দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়। দেশ এখন দেশদ্রোহীদের হাতে বিপন্ন। যারা দেশের সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যার ফলে হাজারো সংখ্যালঘু দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, যারা পুড়িয়ে ছাই করে দিচ্ছে, দেশের জাদুঘর, পাঠাগার, একাডেমি, থিয়েটার, সিনেমাহল, ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে ভাষ্কর্য, মনুমেন্ট, যারা মানুষের বাড়িঘর লুট করছে, বাড়ি ঘরে চুরি ডাকাতি করছে, তারা দেশদ্রোহী ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, দেশের মাটি অনেককাল থেকেই কামড় দিয়ে রেখেছে মৌলবাদী এবং জিহাদি অপশক্তি। তিরিশ বছরের নির্বাসন থেকে আমি যদি দেশে ফিরতে পারি, যদি প্রাণের ভয়ে ভিন দেশে পাড়ি দেওয়া মুক্তচিন্তক, যুক্তিবাদী, নিরীশ্বরবাদীরা দেশে ফিরতে পারে, যদি সংখ্যালঘুরা তাদের ফেলে যাওয়া ভিটেমাটিতে ফিরতে পারে, নির্ভয়ে নিরাপদে দেশে বাস করতে পারে, তবেই দেশকে বলা যায় স্বাধীন। তার আগে নয়।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।