বিনোদন

গুচি’র নতুন অ্যাম্বাসেডর বিটিএস তারকা জিন

ডেস্ক রিপোর্টঃ দুনিয়া জুড়ে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া কোরিয়ান পপ গানের দল বিটিএস-এর কার্যক্রম এখন বেশ ধীর গতিতে চলছে। কারণ এই ব্যান্ডের প্রায় সব তারকাই দেশটির নিয়ম অনুযায়ি আর্মি প্রশিক্ষণ নিচ্ছেন। ফলে ব্যান্ডটির দলগত কাজ বেশ আগেই বন্ধ হয়েছে। তাই বিটিএস তারকারা একক ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করছেন।

দলটির মধ্যে বয়সে সবচেয়ে বড় তারকা জিন। ফলে তিনিই শুধু এখন প্রশিক্ষন শেষ করে (গত জুন) সিভিল লাইফ কাটাচ্ছেন। ফলে বিটিএস-এর সকল সুবিধা তিনি একাই পাচ্ছেন এখন। এই যেমন, চলতি প্যারিস অলিম্পিকের মশাল বহনের দায়িত্ব পড়ে জিনের কাধে।

বিটিএস তারকা জিন । ছবি: গুগল

এবার ব্যক্তিগত ক্যারিয়ারে নতুন সাফল্য যোগ হলো জিনের খাতায়। বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচি’র নতুন গ্লোবাল অ্যাম্বাসেডর করা হয়েছে এই তারকাকে। খবরটি আজই ‘গুচি’র সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানা গেছে।

জিনের লাল শার্ট পরা একটি ছবি শেয়ার করে গুচি’র পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জিনকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই উত্তেজিত। তার উষ্ণ এবং দয়ালু ব্যক্তিত্ব সত্যিই আকর্ষনীয়। তার মেধা শৈলী অনন্য। তিনি একজন উদার এবং অসাধারণ শিল্পী, যিনি তার সঙ্গীত দিয়ে মানুষের মন জয় সরাতে সক্ষম হয়েছে। ফলে তার সাথে এই যাত্রা শুরু করতে পেরে আমারা সম্মানিতবোধ করছি। বিটিএস তারকা জিনকে গুচি পরিবারে আমাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানাচ্ছি।’

বিটিএস তারকা জিন । ছবি: গুগল

এই খবরে জিনের ভক্তসহ সকল বিটিএস আর্মি দারুণ এক্সাইটেড। ওই পোস্টের কমেন্টে জিনকে তারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, জিনসহ বর্তমানে ‘গুচি’র মোট ৮ জন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। যারমধ্যে ভারতীয় উপমহাদেশকে রিপ্রেজেন্ট করছেন একমাত্র বলিউডের অনন্য প্রতিভাধর অভিনেত্রী আলিয়া ভাট। তিনি গত বছর থেকে ‘গুচি’র শুভেচ্ছাদ্যূত হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন।

বিটিএস তারকা জিন । ছবি: গুগল

তথ্যসূত্র: বিলবোর্ড

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *