ইরানে একসঙ্গে ২৯ জনের ফাঁসিতে উদ্বেগ মানবাধিকার সংস্থার
ডেস্ক রিপোর্ট: ইরানে একসঙ্গে ২৯ জনের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (আইএইচআরও)। ফাঁসিতে ঝোলানোর মধ্যে ২ জন আফগান নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ইরানভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআরও-এর বরাত দিয়ে আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, আইএইচআরও বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, একইসঙ্গে ২৯ জনকে ফাঁসি দিয়েছে ইরান। এদের মধ্যে দুইজন আফগান নাগরিক রয়েছেন।
পরিকল্পিতভাবে হত্যা, মাদক পাচার এবং ধর্ষণের মতো অপরাধের কারণে এদের ফাঁসি দেওয়া হয় বলে খবরে বলা হয়।
এদিকে, আফগানিস্তানের তালেবান সরকার ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরানে সাজাপ্রাপ্ত আফগান নাগরিকদের যেন আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফগান নাগরিকও থেকে থাকেন, তাহলে তাদেরকেও যেন দেশে পাঠিয়ে দেওয়া হয়।
বিবৃতিতে আইএইচআরও জানায়, ২৬ জনকে ইরানের কেউজেল হেসার এবং বাকি ৩ জনকে কারাজ কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরানে দিন দিন ফাঁসিতে ঝোলানোর সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।