বিনোদন

বিগবসে সঞ্চালক সালমান, প্রতিযোগী সাবেক প্রেমিকা!

ডেস্ক রিপোর্টঃ সদ্য শেষ হয়েছে ‘বিগবস ওটিটি সিজন থ্রি’। এবার মূল ‘বিগবস’ কবে আসবে, কে থাকবে সঞ্চালক, প্রতিযোগী কারা থাকছেন- এসব নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, ‘বিগবস ১৮’-তে নাকি সঞ্চালক সালমান খানের এক প্রাক্তন প্রেমিকাকে প্রতিযোগী হিসাবে দেখা যাবে।

বিগবস ওটিটিতে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল অনিল কাপুরকে। কিন্তু সালমান ছাড়া এই শো অসম্পূর্ণ বলে মনে করেন দর্শক। কিন্তু শোয়ের প্রতিযোগীদের মধ্যে সেই সালমানেরই প্রাক্তন প্রেমিকা?

নব্বইয়ের দশকে অভিনেত্রী সোমি আলীর সঙ্গে টানা আট বছর সম্পর্কে ছিলেন মেগাস্টার সালমান খান। একসঙ্গে ‘বুলন্দ’নামে একটি ছবিতেও কাজ করেছিলেন তারা। ১৯৯৯ সালে সম্পর্ক ভাঙে তাদের।

সোমি আলী ও সালমান খান

সালমান সম্পর্কে প্রতারণা করেছিলেন বলেও দাবি করেছিলেন সোমি। সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছনোয় সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। সেই সোমি আলীকেই নাকি এ বার দেখা যাবে ‘বিগবস’-এর ঘরে। তবে ‘বিগবস’-এর পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়নি এখনও।

২০২১-এর এক সাক্ষাৎকারে সালমান সম্পর্কে সোমি আলি বলেছিলেন, ‘২০ বছর আগেও আমি বলেছিলাম, তাই নতুন করে আর কিছু বলার নেই। সম্পর্কের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই আর কখনও পিছন ফিরে তাকাইনি।’

নব্বইয়ের দশকে সালমান খান ও সোমি আলী

এ বছরের প্রথম দিকেও একটি রহস্যময় পোস্ট করেছিলেন সোমি। তিনি লিখেছিলেন, ‘আমাকে হয়তো এই পোস্টটি মুছে ফেলতে বলা হবে। মদ্যপানের জন্য আমাকে নিয়ে চর্চা হবে। কিন্তু তা-ও আমি বলব, কারণ ওই অপমান আপনাদের সইতে হয়নি। কেউ আমার পাশে থাকেনি কারণ সেই অত্যাচারী আসলে একজন বিরাট তারকা। তার সঙ্গে তো সকলকে বন্ধুত্ব রাখতেই হবে। তিনি কারও ক্যারিয়ার গড়তেও পারেন, আবার চাইলে ভেঙেও দিতে পারেন।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *