সারাদেশ

বগুড়ায় এসপি’র বাসভবন ও অফিসে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় এসপি’র বাসভবন ও অফিসে ককটেল বিস্ফোরণ

ছবি: বার্তা২৪.কম

বগুড়া পুলিশ সুপারের (এসপি) বাসভবন, অফিস এবং পুলিশের পিক-আপ ভ্যান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও মহাসড়কে বিচ্ছিন্ন ভাবে যানবাহনে হামলা ঘটনা ঘটছে।

বুধবার(১৫ নভেম্বর) রাত ৯ টার পর থেকে ককটেল বিস্ফোরন ও যানবাহনে হামলার ঘটনা ঘটে।

রাত ৯ টার দিকে শহরের মালতি নগর এলাকয় পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটকের সেন্ট্রি পোস্ট  লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময়ে পুলিশ সুপারের অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এছাড়াও রাত পৌনে ১০ টার দিকে বগুড়া সদর থানার অদুরে ২ নং রেল গেট এলাকায় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

অপরিদকে রাত ১০ টা পর্যন্ত মহাসড়কে বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকায় বেশ কিছু যানবাহনের হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইহান ওলিউল্লাহ বলেন বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে।  দুর্বৃত্তদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

 তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, ভাঙচুর

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিল ঘোষণার প্রতিবাদে ও তফসিল বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি মাত্র ৫ মিনিট স্থায়ী ছিলো।

জেলা জামায়েত ইসলামের আমির মাওলানা ইসহাক খন্দকার মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া তফসিল ঘোষণার পর জেলা শহরের মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম, নতুন বাসষ্ট্যান্ড, শহরের বিশ্বনাথ এলাকা, সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকা, বেগমগঞ্জ উপজেলার চৌমুনী বাজার, বাংলাবাজার এলাকার পলোয়নপুল এলাকা, আমিন বাজার ও রমজানবিবি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব জানান, রাত ৮টার দিকে সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকায় চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর বিএনপি জামায়াত কর্মিরা টায়র জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

;

সিলেটে নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা দেবে পুলিশ

ছবি: বার্তা২৪.কম

সিলেট মহানগরীতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে পুলিশ।

যেকোনো ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার। 

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।

এদিকে, রাতে এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) ফেসবুক পেজে স্ট্যাটাসে জানানো হয়-সিলেট মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো.ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম ।

জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সিলেট মেট্রোপলিটন পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।

যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুম ০১৩২০০৬৯৯৯৮ এই নম্বরে যোগাযোগ করুন। অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করুন।

কোতোয়ালি থানা-০১৩২০০৬৭৫৬৮, এয়ারপোর্টে থানা-০১৩২০০৬৭৬২০, জালালাবাদ থানা-০১৩২০০৬৭৫৯৪, মোগলাবাজার থানা- ০১৩২০০৬৭৭১৪, শাহপরান থানা-০১৩২০০৬৭৭৪০, দক্ষিণ সুরমা থানা-০১৩২০০৬৭৬৮৮।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ। কেউ যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ বিভিন্ন ধাপে কাজ করছে। অপরাধী যে-ই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ 

তিনি আরও বলেন, পুলিশকে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার হিসেবে তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

;

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে (টিএসসি) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো. মাকসুদুর রহমান।

এ ঘটনার একাধিক প্রত্যেক্ষদর্শী জানান, টিএসসিতে হঠাৎ বিকট শব্দ হয়। ৫ টি শব্দ হয়েছে এমন। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করছে, তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। অনেকেই ভয় পেয়েছে। তবে কারা এটা করেছে তা এখনো জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বার্তা ২৪ ডট কমকে জানান, কয়েকটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। এর সাথে কারা জড়িত তাদের খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ ছাত্রলীগের মাদরাসা সম্পাদক জহিরুল ইসলাম বলেন, `আমি রোকেয়া হল হয়ে টিএসসির দিকে আসছিলাম। ১০:১০-১০:১৫ এর মধ্যে হঠাৎ করে কয়েক সেকেন্ড এর মধ্যে ২-৩ টা ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ করে তিনজনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতে নাতে ধরি। একজন বখতিয়ার চৌধুরী শাহিন আরেকজন নুর মোহাম্মদ সিকদার রবেল।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক রাখতে ও শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে। তখন সেখানে আমি ও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ সভাপতি শান্ত ছিলাম।’

;

গাজীপুরে আবারও রেললাইনে আগুন

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মহানগরীর ভুরুলিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ রেল সড়কে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা ময়মনসিংহ রেল সড়কের ভুরুলিয়া এলাকায় বাঁশ কাঠের টুকরো এনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে আগুন দেখে লোকজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এদিকে স্থানীয়দের দেয়া তথ্যে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বাঁশ কাঠের টুকরোতে আগুন দেয়ায় বড় কোন ক্ষতি হয়নি। লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে এ ঘটনায় রেল চলাচলে বিঘ্ন ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ জানান, দুর্বৃত্তরা রেল লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে বড় কোন ক্ষতি হয়নি। যারা কাজটি করেছে তাদের বিষয়ে তদন্ত চলছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *