গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক
ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
শনিবার (১০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুতদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, গাজা সিটির বাসিন্দাদের আশ্রয়স্থল দারাজ তুফাহ শহরের একটি মসজিদ সংলগ্ন আল-তাবাঈন স্কুলে অবস্থিত হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামাস সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে আইএএফ।
এতে আরও বলা হয়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহারসহ আকাশ থেকে নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এর আগে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়।
এটি পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে অন্যতম প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।