ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করলেন এরদোয়ান
ডেস্ক রিপোর্ট: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বুধবার (১৫ নভেম্বর) বলেছেন, ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, যা যুদ্ধাপরাধ করছে এবং গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’
তার দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি করে এরদোয়ান বলেন, ‘হামাস সন্ত্রাসী সংগঠন নয়।’
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দেখা করার জন্য জার্মানিতে পরিকল্পিত সফরের দুই দিন আগে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান পশ্চিমের সীমাহীন সমর্থনের কারণে মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হামলায় পরিণত হয়েছে।’
তুরস্কের পার্লামেন্টে আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কি না তা ঘোষণা করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ।
তিনি বলেন, ‘হামাস একটি রাজনৈতিক দল যা ফিলিস্তিনিদের দ্বারা নির্বাচিত হয়েছে।’
রয়টার্স জানিয়েছে, এরদোয়ান বারবার ইসরাইলকে দখলদার বলে অভিহিত করে জোর দিয়ে বলেছেন, ‘ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে ইহুদি রাষ্ট্র।’
নভেম্বরের শুরুতে গাজায় ইসরায়েলি অভিযানের কারণে তুরস্ক ইসরায়েলে তার রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলারকে পরামর্শের জন্য প্রত্যাহার করেছিল।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।