ডিসিদের রিটার্নিং কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি
ডেস্ক রিপোর্ট: ডিসিদের রিটার্নিং কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি
ছবি: বার্তা২৪.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবে উপজেলা নির্বাহী অফিসাররা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা অধিশাখার উপ সচিব আতিয়ুর রহমানের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনার জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীস্থ নির্বাচনি এলাকার জন্য বিভাগীয় কমিশনারগণকে এবং অন্যান্য নির্বাচনি এলাকার জন্য জেলা প্রশাসকগণকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণকে স্ব-স্ব উপজেলার জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক, স্থানীয় সরকার, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণের কর্মক্ষেত্রও নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহকারী রিটার্নিং অফিসারগণ আইন ও বিধি মোতাবেক রিটার্নিং অফিসারকে সকল প্রকার সহায়তা প্রদান করবেন এবং নির্বাচন কমিশনের নির্দেশ সাপেক্ষে, রিটার্নিং অফিসারের অধীনে থেকে প্রয়োজনবোধে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন
করবেন।
তফসিল ঘিরে ব্যস্ত নির্বাচন কমিশন
ছবি: বার্তা২৪
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এ নিয়ে কর্মব্যস্ত সময় পার করছে কমিশন।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে সবশেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সিইসির জাতির উদ্দেশে ভাষণ সরাসরি সম্প্রচার করা নিয়ে বেশি ব্যস্ততা ইসিতে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর আগে ৫ টায় সকল নির্বাচন কমিশনারের সাথে মিটিংয়ে বসবেন সিইসি।
এদিন সকালের দিকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারের সরঞ্জাম নিয়ে আসা হয়। দুপুরের দিকে বাংলাদেশ টেলিভিশনের লোকজন সরাসরি সম্প্রচারের প্রস্তুতি শুরু করেন।
এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন ভবন ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন ভবনের আশেপাশে সব সড়কগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশেপাশে সকল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষ ও যানচলাচল সীমিত করে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে, র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
নিরাপত্তা জোরেদারে মোতায়েন করা হয়েছে র্যাব সরেজমিনে দেখা গেছে, ইসি ভবনের আশেপাশের তিনটি রোডের সাধারণ মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। র্যাব ও পুলিশের পাশাপাশি বিকেলের দিকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আশপাশে রাখা হয়েছে, পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি। রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য।
দুপুরের দিকে নির্বাচন কমিশন অফিসে আসেন ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান। চলে যাবার সময় সাংবাদিকদের তিনি বলেন, সিকিউরিটি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সব কিছুই আমরা করছি। শান্তিপূর্ণ সকল আন্দোলনে আমাদের সহযোগিতা থাকবে। তবে কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি করতে চাই সে ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।
এর আগে, সকাল ১০টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন তফসিল সংক্রান্ত বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন। তখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল কঠোর নিরপত্তার বিষয়ে। সে সময় সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।
উল্লেখ্য, বিএনপি ও তাদের সমমনারা সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। আজ ভোর ৬টা থেকে এ অবরোধের শুরু হয়েছে। চলবে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা নিরপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যেন কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
;
লক্ষ্মীপুর-ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন: প্রার্থীদের বিজয়ী করে গেজেট প্রকাশ
ছবি: বার্তা২৪.কম
অনিয়ম আটকে যাওয়া লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের গেজেট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে।
লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক ও ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো: শাহজাহান আলমকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ আসনে উপ-নির্বাচনে ভোট হয় । চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম)।
ভোটগ্রহণ চলাকালে ‘অনিয়মের’ অভিযোগ তুলে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন এবং জাকের পার্টির শামছুল করিম খোকন ভোট বর্জন করেন। এই আসনে মোট ভোটার ছিলেন চার লাখ তিন হাজার ৭৪৪ জন। ১১৫টি ভোটকেন্দ্রের ৮২৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যুতে এই আসনটিকে শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
৫ নভেম্বর দিনভর ভোট শেষে রাত ৯টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম এ ফলাফল ঘোষণা করেন। তাতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম বেসরকারিভাবে নির্বাচিত হন।
শাহজাহান আলম নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট।
;
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: প্রকাশ্যে ব্যালটে সিল, তদন্তে যা জানা গেল
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ৫৭ সেকেন্ডে ব্যালট বইয়ে নৌকা প্রতীকে ৪৩টি সিল মারার ঘটনায় তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা প্রমাণ পান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি), জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
নির্ধারিত সময় শেষে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানান, উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কেন্দ্রটির ফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করেন।
এদিকে শনিবার (১১ নভেম্বর) বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ব্যালট বইয়ে সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে আদালতে সোপর্দ করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আদালতের বিচারক বেলায়েত হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের জিআরও মো. শরীফ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন কমিশন থেকে ব্যালট বইয়ে অনবরত নৌকায় সিল মারার ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষ করে প্রতিবেদন ইসিতে জমা দেওয়া হয়েছে। পৃথকভাবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকেও তদন্তের নির্দেশ দেয় ইসি। তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ভিডিও ভাইরাল নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এতে ৭ নভেম্বর নির্বাচন কমিশন থেকে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত করা হয়। পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে ঘটনাটি পৃথকভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ৮ নভেম্বর রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং সংশ্লিষ্টদের ডেকে নিয়ে সাক্ষাৎকার নেন।
উল্লেখ্য, উপ-নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোটে নৌকার প্রার্থী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। স্বল্পসংখ্যক ভোট পেয়ে লাঙলের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন, গোলাপ ফুলের প্রার্থী সামছুল করিম খোকন ও আম প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ জামানত হারান।
;
মূল্যস্ফীতির প্রভাব নির্বাচনে পুলিশের চাহিদা ৪৩০ কোটি
ছবি: বার্তা২৪.কম
মূল্যস্ফীতি বিবেচনায় নির্বাচনের প্রায় দুইশ খাত-উপখাতে বরাদ্দের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা খাতে মোট এক হাজার ৭১ কোটি ৫৬ লাখ টাকা চেয়েছে ইসি। তবে ভোটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের চাহিদা ৪৩০ কোটি টাকা। গত নির্বাচনে পুলিশ চেয়েছিল ৪২৪ কোটি টাকা। ওই নির্বাচনে তাদের বরাদ্দ দেওয়া হয় ১২৯ কোটি ৫৭ লাখ কোটি টাকা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানা গেছে।
ইসি জানায়, নির্বাচনে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন এবং তাদের যাতায়াতের পেছনে এ পরিমাণ টাকা ব্যয় হবে বলে বাহিনীগুলো থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। পাঁচ বছর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হয়েছিল প্রায় ৫৬৫ কোটি টাকা। নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে এক হাজার কোটি টাকার বেশি। এছাড়া নির্বাচনী প্রশিক্ষণ খাতে ব্যয় হচ্ছে আরও ১৩৫ কোটি টাকা। সবমিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হচ্ছে দুই হাজার ৩০০ কোটি টাকার বেশি। যদিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনা-এই দুই খাত মিলিয়ে ৭০০ কোটি টাকা বরাদ্দ ছিল।
ইসি আরও জানায়, গত নির্বাচনের চেয়ে এবার ভোটকেন্দ্র ও কক্ষ বেড়েছে। ২০১৮ সালের নির্বাচনে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র ও দুই লাখ সাত হাজার ৩১৯টি ভোটকক্ষ ছিল। তখন ভোটগ্রহণ কর্মকর্তা ছিলেন ৬ লাখ ৬২ হাজার ১১৯ জন। আর ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা ছয় লাখ ৮ হাজার। এবার ভোটার বেড়ে যাওয়ায় প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষ হিসাবে ধরে সব পদক্ষেপ নিচ্ছে ইসি। এবার ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে প্রায় নয় লাখ। একইভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তায়ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। যদিও এ নির্বাচনে ভোটকেন্দ্রে কতজন সদস্য মোতায়েন করা হবে সে সংক্রান্ত পরিপত্র এখনো জারি করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্র এবং যারা একাধিক আসনে সংসদ-সদস্য হবেন, তাদের একটি ছাড়া বাকি ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন করতে হবে। ওইসব উপনির্বাচনের ব্যয় ধরেই এই হিসাব করা হয়েছে।
এবার আনসার ও ভিডিপি চেয়েছে ৩৬৬ কোটি ১২ লাখ টাকা। গত নির্বাচনে এ বাহিনীকে দেওয়া হয় ২৪২ কোটি ৮০ লাখ টাকা। বিজিবি চেয়েছে ১৪৫ কোটি ৮৭ লাখ টাকা। গত নির্বাচনে বিজিবি পেয়েছে ৭৮ কোটি ৪২ লাখ টাকা। র্যাব চেয়েছে ৫০ কোটি ৬৩ লাখ টাকা; যা গত নির্বাচনে ছিল ২২ কোটি ১২ লাখ টাকা। কোস্টগার্ড চেয়েছে ৭৮ কোটি ৬২ লাখ টাকা, যা গত নির্বাচনে ছিল ২৫ কোটি টাকা।
;
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।